বঙ্গে হিমেল হওয়ার প্রবেশ ঘটেছে। সূর্য অস্ত যেতেই ধীরে ধীরে নামছে পারদ। যদিও এখনও জাঁকিয়ে শীত পড়েনি, তবে হালকা আভাস সকলের অনুভব করছেন। তবে শীত মানেই যেমন পিকনিক, অনুষ্ঠান তেমনই ঘুরতে যাওয়া (Travel)। আর আপনি যদি শীতের সময় বরফ দেখতে ও উপভোগ করতে চান তাহলে আজ আপনার জন্য রইল দুর্দান্ত কিছু টুরিস্ট ডেস্টিনেশনের (Winter Tourist Destinations) হদিশ।
বরফে ঢাকা পাহাড়, চারিদিকে সবুজে মোড়া পরিবেশ। পাহাড়ের কোলে ঝলমলে মিঠে রোদ। এই সব কিছুই উপভোগ করতে গেলে যেতে হবে উপযুক্ত স্থানে। রইল এমনই ৪ টি স্থানের বিবরণ। যেখানে শীতের সময় যেমন সৌন্দর্য আছে তেমনি দেখতে পাবেন ভরপুর বরফ।
সাংলা : এটি হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত একটি উপত্যকা। সাংলা উপত্যকা পযটকদের কাছে বেশ পরিচিত একটি পর্যটন কেন্দ্র। এখানে আছে সারি সারি দেবদারু গাছ। আছে আপেল এপ্রিকটের বাগান। হিমালয় পর্বতের এই উপত্যকা গাছ, পাহাড়ের সৌন্দর্যে ঘেরা এক দুর্দান্ত জায়গা। প্রকৃতি প্রেমীদের চোখ আটকে যাবে এই সৌন্দর্যে।
কল্পা : এটিও হিমাচল প্রদেশের কিন্নর জেলার নদী তীরবর্তী একটি দর্শনীয় শহর। সিমলার কাজা মহাসড়কের উপর কল্পা জায়গাটি অবস্থিত। সুতলজ নদীর তীরবর্তী স্থানে। এখানে অনেক আপেল বাগান আছে। এছাড়াও হু-বু-লান-কার, গোম্প ইত্যাদি আরও কয়েকটি সুন্দর বৌদ্ধ মঠ রয়েছে এই স্থানে। যা পর্যটকদের জন্য মূল আকর্ষণ হয়ে ওঠে।
স্পিতি : শীতের জন্য অপর এক আদর্শ জায়গা এই স্পিতি। এই স্থান ‘লিটল তিব্বত’ নামেও পরিচিত। এখানেও অনেক বৌদ্ধ মঠ আছে। এছাড়া আছে প্রকৃতির অসাধারণ দৃশ্য। যা চোখ জুড়িয়ে দেবে। বরফে ঢাকা পাহাড়। আর যারা প্যারাগ্লাইডিং, ক্যাম্পিং, হাইকিং ভালোবাসেন তাদের জন্য এমন একটা জায়গা একদম উপযুক্ত।
রোহতাং পাস : যারা একা ঘুরতে ভালোবাসেন। যারা নিজেদের ক্লান্তি দূর করে প্রকৃতির কাছে শান্তি খুঁজতে ঘুরতে বেরিয়ে পড়েন তাদের জন্য এই স্থান আদর্শ। যদিও এই জায়গা মানালির থেকে মাত্র ৫১ কিলোমিটার দূরে। কিন্তু এখানে গাড়ি ছাড়া আসা যাবেনা। এখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারবেন। শীত উপভোগ করার অন্যতম সেরা জায়গা।