আর মাত্র সপ্তাহ খানেকের অপেক্ষা। এরপরেই প্রেক্ষাগৃহে রিলিজ করবে সলমন খানের (Salman Khan) মেগা বাজেট সিনেমা ‘টাইগার ৩’ (Tiger 3)। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’র আগামী ছবি হল এটি। চলতি বছরের শুরুতেই রিলিজ করেছিল ‘পাঠান’। বক্স অফিস কাঁপিয়ে শাহরুখ খানের সেই সিনেমা প্রায় ১১০০ কোটি টাকা আয় করেছিল। এবার সলমনের ‘টাইগার ৩’ নিয়ে আশায় বুক বাঁধছে যশ রাজ।
‘পাঠান’র পর ‘টাইগার ৩’তেও এক ফ্রেমে দেখা যাবে শাহরুখ-সলমনকে। আগের বার ‘কিং খান’র ছবিতে ক্যামিও করেছিলেন ভাইজান। এবার ‘টাইগার’র সাহায্য করতে হাজির হবে ‘পাঠান’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সলমনের আসন্ন ছবি অগ্রিম টিকিট বুকিং (Advance Booking)। সিনেপ্রেমী মানুষদের মধ্যে টিকিটের চাহিদা দেখার মতো।
অ্যাডভান্স বুকিং শুরু হতে না হতেই সলমন অনুরাগীদের মধ্যে টিকিট কেনার হিড়িক পড়ে যায়। জানা গিয়েছে, ১২টার মধ্যেই প্রায় কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করে জানান, অগ্রিম বুকিংয়ের নিরিখে সারা দেশে ঝড় তুলেছে ভাইজানের সিনেমা।
গোটা দেশে আইনক্স এবং পিভিআর-এ সকালের মধ্যেই প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সিনেপলিসে সেই সংখ্যাটা প্রায় ৪ হাজারের কাছাকাছি। শহর কলকাতাতেও সলমনের ছবি ঘিরে ক্রেজ দেখার মতো। তিলোত্তমার ভাইজান অনুরাগীরাও ইতিমধ্যেই ‘টাইগার ৩’র টিকিট কেটে ফেলেছেন।
শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ‘টাইগার ৩’ নিয়ে আসছেন সলমন। এই ছবির হাত ধরে ‘রাধে’, ‘কিসি কা ভাই কিসি কি জান’র ব্যর্থতা ভোলার চেষ্টা করবেন অভিনেতা। শোনা যাচ্ছে, ব্লকবাস্টার ‘পাঠান’র মতো ‘টাইগার ৩’র ক্ষেত্রেও সকাল ৭টা থেকেই শোয়ের ব্যবস্থা করা হচ্ছে। অগ্রিম বুকিংয়ে যা ক্রেজ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সিনেমাহল ভরিয়ে দেবেন দর্শকরা। তাহলে কি ১১০০ কোটির ‘পাঠান’র নজিরও ভেঙে দেবে সলমনের সিনেমা? সেই উত্তরের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে সিনেপ্রেমীদের।