এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক হল ‘মিলি’ (Mili)। খুব বেশিদিন হয়নি এই সিরিয়ালের (Bengali Serial) সম্প্রচার শুরু হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই মেগা। টিআরপি তালিকায় এখনও প্রথম তিনের মধ্যে উঠে আসতে না পারলেও সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে মিলি-অর্জুনের (Mili Arjun) সিরিয়াল নিয়ে চর্চা।
বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে পুরোদস্তুর প্রেম কাহিনী নিয়ে শুরু হয়েছে ‘মিলি’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন খেয়ালী মণ্ডল (Kheyali Mondal), অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal) এবং ধ্রুবজ্যোতি সরকার (Dhruba Jyoti Sarkar)। ‘মিলি’র কাহিনী লিখেছেন অংশুমান প্রত্যুষ এবং প্রিয়াঙ্কা শেঠ। সংলাপ লিখেছেন অয়ন চক্রবর্তী ও অনন্যা রায় এবং এই ধারাবাহিকের পরিচালক হলেন পীযূষ ঘোষ
‘মিলি’ সিরিয়াল এর কাস্ট (Mili Serial Cast)
সিরিয়ালের নাম | মিলি |
সম্প্রচারকারী চ্যানেল | জি বাংলা |
প্রধান নায়ক | অনুভব কাঞ্জিলাল |
প্রধান নায়িকা | খেয়ালী মণ্ডল |
প্রধান খলনায়ক | ধ্রুবজ্যোতি সরকার |
সম্প্রচার শুরুর দিন | ২৫ সেপ্টেম্বর ২০২৩ |
মোট পর্ব | ৩০ |
‘মিলি’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্ট (Mili Serial Casting)
চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক ‘মিলি’ ধারাবাহিকের কোন চরিত্রে কোন টেলি অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছেন।
মিলি সিনহার চরিত্রে খেয়ালী মণ্ডল (Kheyali Mondal as Mili Sinha)
‘মিলি’ ধারাবাহিকে নায়িকা মিলির চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী খেয়ালী মণ্ডল। ধারাবাহিকের নাম থেকে পরিষ্কার এই সিরিয়ালের গল্প আবর্তিত হবে তাকে ঘিরেই। সিরিয়ালের ট্র্যাক অনুযায়ী, বিয়ের দিন মণ্ডপ থেকে কিডন্যাপ হয়ে যায় মিলি। কেন তার কিডন্যাপিং করা হলো? সিরিয়ালের গল্প এগোনোর সঙ্গে মিলবে তার জবাব।
অর্জুন সান্যাল চরিত্রে অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal as Arjun Sanyal AKA Robinhood)
‘মিলি’র নায়ক অর্জুন ওরফে রবিনহুডের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অর্জুনকে। মিলির বিয়ের দিন তাকে মণ্ডপ থেকে কিডন্যাপ করবে অর্জুনই। এই দৃশ্য দেখা গিয়েছিল ধারাবাহিকের প্রথম প্রোমোয়। যদিও সে কেন এই কাজ করেছিল তার উত্তর সেখানে মেলেনি।
রাহুল রায় বর্মণ চরিত্রে ধ্রুবজ্যোতি সরকার (Dhruba Jyoti Sarkar as Rahul Roy Barman)
জনপ্রিয় টেলি অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে ‘মিলি’তে দেখা যাচ্ছে রাহুল রায় বর্মণের চরিত্রে। সে একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। ধারাবাহিকের নায়িকা মিলি তাকে ভীষণ ভালোবাসে। যদিও সে মিলিকে কতখানি ভালোবাসে তা নিয়ে সংশয় রয়েছে অনেকের!
পাঁপড়ি সান্যাল চরিত্রে ঐন্দ্রিলা বসু (Oindrila Bose as Papri Sanyal)
অর্জুনের তুতো বোন পাঁপড়ির চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা বসুকে। মিলির প্রেমিক তথা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া স্টার রাহুলকে পাগলের মতো ভালোবাসে পাঁপড়ি।
অনুজ রায় বর্মণ চরিত্রে সায়ন্ত মোদক (Sayanta Modak as Anuj Roy Barman)
মিলির প্রেমিক রাহুলের দাদা হল অনুজ। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলি অভিনেতা সায়ন্ত মোদককে। যদিও তার আরও একটি পরিচয় আছে। সে অর্জুনের দিদি চন্দ্রার স্বামী।
চন্দ্রা সান্যাল চরিত্রে প্রিয়ম চক্রবর্তী (Priyam Chakraborty as Chandra Sanyal)
অর্জুনের বড় দিদির ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। সে আবার রাহুলের বৌদিও। রাহুলের দাদা অনুজের স্ত্রী হল চন্দ্রা।
কিশোর সান্যাল চরিত্রে মনোজ ওঝা (Manoj Ojha as Kishore Sanyal)
অর্জুনের কাকা কিশোরের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলি অভিনেতা মনোজ ওঝাকে। এই কিশোর সান্যালের মেয়ে হল পাঁপড়ি।
অপর্ণা সান্যাল চরিত্রে সাহানা সেন (Sahana Sen as Aparna Sanyal)
‘মিলি’তে কিশোরের স্ত্রী এবং পাঁপড়ির মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী সাহানা সেনকে। সম্পর্কে সে নায়ক অর্জুনের কাকিমা।
রিঙ্কু রায় বর্মণ চরিত্রে ঈশানী সেনগুপ্ত (Ishani Sengupta as Rinku Roy Barman)
‘মিলি’র খলনায়ক রাহুলের তুতো দিদির চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী ঈশানী সেনগুপ্ত।
কৌশিক রায় বর্মণ চরিত্রে সন্দীপ চক্রবর্তী (Sandip Chakraborty as Koushik Roy Barman)
সোশ্যাল মিডিয়া স্টার রাহুলের বাবা হল কৌশিক রায় বর্মণ। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সন্দীপ চক্রবর্তী।
কমলেশ রায় বর্মণ চরিত্রে সপ্তর্ষি রায় (Saptarshi Roy as Kamalesh Roy Barman)
অনুজ এবং রিঙ্কুর বাবা কমলেশের চরিত্রে দেখা যাচ্ছে সপ্তর্ষিকে। সম্পর্কে সে রাহুলের কাকা।
নীলিমা সান্যাল চরিত্রে ময়না বন্দ্যোপাধ্যায় (Mayna Banerjee as Neelima Sanyal)
‘মিলি’র নায়ক অর্জুন এবং তার দিদি চন্দ্রার মা হল নীলিমা সান্যাল। এই চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়কে।
অর্জুনের বান্ধবী রানী চরিত্রে শ্রীতমা বৈদ্য (Sreetama Baidya as Rani)
অর্জুনের বান্ধবী রানীর চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী শ্রীতমা বৈদ্যকে।
এছাড়াও ‘মিলি’ ধারাবাহিকের আরও নানান গুরুত্বপূর্ণ চরিত্রে বাংলা টেলিভিশনের একাধিক খ্যাতনামা কলাকুশলী অভিনয় করছেন। সোমা বন্দ্যোপাধ্যায়, মাফিন চক্রবর্তী, দেবজিৎ রায়ের মতো তারকাদের দেখা যাচ্ছে জি বাংলার এই সিরিয়ালে।