• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নিম ফুলের মধু’ সিরিয়ালের কাস্টিং, অভিনেত্রী অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

এই মুহূর্তে টিআরপি তালিকায় যে ধারাবাহিকগুলি (Bengali Serial) রাজত্ব করছে তার মধ্যে অন্যতম হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এই সিরিয়ালের জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে একান্নবর্তী পরিবারের কাহিনী নিয়ে শুরু হয়েছে এই মেগা। আদায় করে নিয়েছে দর্শকদের ভালোবাসা।

চলতি সপ্তাহে যেমন টিআরপি (TRP) তালিকায় ছক্কা হাঁকিয়ে সোজা দ্বিতীয় স্থানে চলে এসেছে ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্ররা হলেন সৃজন, পর্ণা এবং বাবুউউর মা থুড়ি কৃষ্ণা। যে ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে যথাক্রমে রুবেল দাস (Rubel Das), পল্লবী শর্মা (Pallavi Sharma) এবং অরিজিতা মুখোপাধ্যায়কে (Arijita Mukherjee)। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি লিখেছেন সৌভিক চক্রবর্তী এবং স্ক্রিনপ্লে লিখেছেন শাশ্বতী ঘোষ। এই মেগার এডিটর হলেন জেসাস নাথ।

   

‘নিম ফুলের মধু’ সিরিয়ালের কাস্ট (Neem Phooler Madhu Serial Cast)

সিরিয়ালের নাম নিম ফুলের মধু
চ্যানেলের নাম জি বাংলা
প্রধান চরিত্র নায়ক রুবেল দাস
প্রধান চরিত্র নায়িকা পল্লবী শর্মা
প্রধান চরিত্র খলনায়িকা অরিজিতা মুখোপাধ্যায়
প্রথম সম্প্রচার ১৪ নভেম্বর ২০২২
টাইম স্লট ৮:০০PM (সোম থেকে রবি)
মোট পর্ব ৩২০

‘নিম ফুলের মধু’ সিরিয়ালের কাস্ট (Neem Phooler Madhu Serial Cast)

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ‘নিম ফুলের মধু’র কোন চরিত্রে কোন টেলি তারকারা অভিনয় করছেন।

সৃজন দত্ত এর চরিত্রে রুবেল দাস (Rubel Das as Srijan Dutta)

ধারাবাহিকের নায়ক সৃজন ওরফে বাবুউউর চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী রুবেল দাস। এই মুহূর্তে সৃজন-পর্ণার মান-অভিমান পর্ব চলছে ধারাবাহিকে। কয়েকদিন আগে অবধি স্ত্রীকে ডিভোর্স দিতে উঠে পড়ে লাগলেও এখন পুজোর আবহে সেকথা ভুলে গিয়েছে সৃজন।

Rubel Das, Neem Phooler Madhu Srijan

পর্ণা দত্ত এর চরিত্রে পল্লবী শর্মা (Pallavi Sharma as Parna Dutta)

‘নিম ফুলের মধু’র নায়িকা পর্ণার চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। পুরো নাম আলোকপর্ণা হলেও তাকে সবাই পর্ণা বলেও ডাকে। সে যেমন সুন্দরী, তেমনই বুদ্ধিমতীও। সৃজনের শাড়ির ব্যবসা একা হাতে দাঁড় করিয়েছে সে।

Neem Phooler Madhu Parna, Pallavi Sharma

কৃষ্ণা দত্ত এর চরিত্রে অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay as Krishna Dutta)

সৃজন তথা বাবুউউর মা কৃষ্ণার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। ছেলে অন্ত প্রাণ তিনি। কৃষ্ণার একটাই ভয় পর্ণা বুঝি তার থেকে তার ছেলেকে কেড়ে নিল। যে কারণে ছেলে এবং বৌমার ডিভোর্স করাতে উঠে পড়ে লেগেছেন তিনি।

Arijita Mukhopadhyay, Neem Phooler Madhu Krishna

অনিমেষ দত্ত এর চরিত্রে অর্ঘ্য মুখোপাধ্যায় (Argha Mukherjee as Animesh Dutta)

সৃজন তথা বাবুউউর বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্ঘ্য মুখোপাধ্যায়। বেশ নরমসরম প্রকৃতির মানুষ তিনি। বাবুউউর মা-কে কিছুটা সমঝে চলে অনিমেষ।

Argha Mukherjee as Animesh Dutta, Neem Phooler Madhu casting

প্রিয়তোষ বসু এর চরিত্রে বিশ্বনাথ বসু (Biswanath Basu as Priyotosh Basu)

পর্ণার বাবা প্রিয়তোষের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। সৃজন-পর্ণার বিয়ের অবধি তাকে বেশ দেখা গেলেও এখন খুব কম দেখা যায় প্রিয়তোষকে।

Biswanath Basu as Priyotosh Basu, Neem Phooler Madhu casting

সর্বানী বসু এর চরিত্রে সংযুক্তা রায় চৌধুরী (Sanjuktaa Roy Chowdhury as Sarbani Basu)

পর্ণার মা সর্বানীর চরিত্রে অভিনয় করছেন সংযুক্তা রায় চৌধুরী। প্রিয়তোষের মতোই এখন সর্বানীকেও খুব একটা ধারাবাহিকে দেখা যায় না।

Sanjuktaa Roy Chowdhury as Sarbani Basu Neem Phooler Madhu

পিকলু বসু এর চরিত্রে ঋষভ চক্রবর্তী (Rishav Chakraborty as Piklu Basu)

পর্ণার একমাত্র ভাই পিকলুর চরিত্রে অভিনয় করছেন ঋষভ চক্রবর্তী। মাঝেমধ্যেই ধারাবাহিকে দেখা যায় তাকে। দিদি অন্ত প্রাণ পিকলু দত্ত বাড়ির দুর্গাপুজোতেও হাজির ছিল।

Rishav Chakraborty as Piklu Basu Neem Phooler Madhu

হেমনলিনী দত্ত এর চরিত্রে লিলি চক্রবর্তী (Lily Chakraborty as Hemnalini Dutta)

বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে দেখা যাচ্ছে সৃজনের ঠাকুমা হেমনলিনীর চরিত্রে। ন্যায়ের পাশে দাঁড়াতে সম্পূর্ণ বাড়ির বিপক্ষেও যেতে পারেন তিনি। দত্ত বাড়ির যে সদস্যরা পর্ণাকে ভীষণ ভালোবাসে তাদের মধ্যে অন্যতম হলেন হেমনলিনী।

Lily Chakraborty as Hemnalini Dutta, Neem Phooler Madhu casting

চয়ন দত্ত এর চরিত্রে উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh as Chayan Dutta)

সৃজনের জ্যাঠতুতো ভাই চয়নের চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেতা উদয় প্রতাপ সিং। এতদিন বেকার থাকার জন্য বাবার কাছে প্রচুর কটু কথা শোনার পর সদ্য পুলিশে চাকরি জোগাড় করেছে সে।

Uday Pratap Singh as Chayan Dutta Neem Phooler Madhu

রুচিরা মিত্র এর চরিত্রে সৌমি চক্রবর্তী (Soumi Chakraborty as Ruchira Mitra)

পর্ণার প্রিয় বান্ধবী রুচিরার ভূমিকায় দেখা যাচ্ছে সৌমি চক্রবর্তীকে। রুচিরা এবং চয়ন আবার এক অপরকে ভালোবাসে।

Soumi Chakraborty as Ruchira Neem Phooler Madhu

মৌমিতা দত্ত এর চরিত্রে মানসী সেনগুপ্ত (Manosi Sengupta as Moumita Dutta)

পর্ণার বড় জায়ের চরিত্রে দেখা যাচ্ছে মানসী সেনগুপ্তকে। মৌমিতা চাইতো তার বোন তিন্নির সঙ্গে সৃজনের বিয়ে হোক। সেই জন্য পর্ণাকে একেবারেই পছন্দ করে না।

Manosi Sengupta as Moumita Dutta Neem Phooler Madhu

তিন্নি চরিত্রে নবনীতা মালাকার (Nabanita Malakar as Tinni)

মৌমিতার বোন তিন্নির চরিত্রে অভিনয় করছেন নবনীতা মালাকার। বহু বছর ধরে ‘সৃজনদাকে’ বিয়ে করার স্বপ্ন দেখে সে।

Nabanita Malakar Neem Phooler Madhu Tinni

বর্ষা দত্ত এর চরিত্রে শৈলী ভট্টাচার্য (Shaili Bhattacharjee as Barsha Dutta)

সৃজনের বোন তথা পর্ণার ননদ বর্ষার চরিত্রে অভিনয় করছেন শৈলী ভট্টাচার্য। বৌদি অন্ত প্রাণ সে। পর্ণার ছায়াসঙ্গী বললেও খুব একটা ভুল হয় না।

Shaili Bhattacharjee as Barsha Dutta Neem Phooler Madhu

ঈশা চরিত্রে তনয়া মুখার্জি (Tanaya Mukherjee as Isha)

সৃজন-পর্ণার শাড়ির ব্যবসা হাতানোর স্বপ্ন দেখে ঈশা। শুধু তাই নয়, পর্ণাকে বাড়ি থেকে তাড়ানোর জন্যেও উঠেপড়ে লেগেছে সে। সম্প্রতি আবার পর্ণাকে খুন করার চেষ্টাও করেছে ঈশা। এই চরিত্রে অভিনয় করছেন তনয়া মুখার্জি।

Tanaya Mukherjee as Isha Neem Phooler Madhu

ললিতা দত্ত এর চরিত্রে তনুশ্রী গোস্বামী (Tanushree Goswami as Lalita Dutta)

সৃজনের জেঠিমা ললিতার চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী গোস্বামী। খুবই নরম মনের মানুষ তিনি। পর্ণাকে খুব ভালোবাসেন।

Tanushree Goswami as Lalita Dutta Neem Phooler Madhu

নীলাঞ্জনা দত্ত এর চরিত্রে নবনীতা দত্ত (Nabanita Dutta as Nilanjana Dutta)

সৃজনের ছোট কাকিমা নীলাঞ্জনার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী নবনীতা দত্তকে।

Nabanita Dutta as Nilanjana Dutta Neem Phooler Madhu

সন্দীপনের চরিত্রে নীল চট্টোপাধ্যায় (Neil Chatterjee as Sandipan AKA Sandy)

পর্ণার সহকর্মী সন্দীপনের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা নীল চট্টোপাধ্যায়কে।

Unknown facts about tv actor Neil Chatterjee

অখিলেশ দত্ত এর চরিত্রে সুব্রত গুহ রায় (Subrata Guha Roy as Akhilesh Dutta)

সৃজনের জেঠুর অখিলেশের চরিত্রে অভিনয় করছেন সুব্রত গুহ রায়। দর্শকমহলে তিনি ‘ধ্যাষ্টামো জেঠু’ নামে বেশি জনপ্রিয়।

Subrata Guha Roy as Akhilesh Dutta Neem Phooler Madhu

অনিমেষ দত্ত এর চরিত্রে প্রসূন গায়েন (Prasun Gain as Animesh Dutta)

সৃজনের ছোট কাকা অনিমেষের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা প্রসূন গায়েনকে।

Prasun Gain as Animesh Dutta, Neem Phooler Madhu casting

জাকির খান এর চরিত্রে সুদীপ সরকার

‘নিম ফুলের মধু’তে জাকির খানের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ সরকারকে।

Sudip Sarkar as Zakir Khan Neem Phooler Madhu

চিনি চরিত্রে অনুমেঘা কাহালি (Anumegha Kahali as Chini)

Anumegha Kahali as Chini Neem Phooler Madhu

‘মিঠাই’ খ্যাত অনুমেঘাকে কয়েকদিনের জন্য ‘নিম ফুলের মধু’তে দেখা গিয়েছিল। তাঁর চরিত্রের নাম ছিল চিনি।

site