• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজো মিটতেই বড় অঘটন! বিরাট দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় এই টেলি অভিনেতা, উদ্বিগ্ন ভক্তরা

Bengali Serial Actor: পাঁচদিনের হইহট্টগোল শেষ মা ফিরেছে শ্বশুরবাড়ি। মন খারাপের রেশ নিয়েই সবাই আস্তে আস্তে কাজে ফিরতে শুরু করে দিয়েছেন। তবে মন যেন এখনও সেই পুজোর কয়েকটা দিনেই আটকে আছে। এমন আবহেই বাংলা টেলি দুনিয়া থেকে এল একটি মন খারাপ করা খবর। উৎসবের আবহেই ভয়ঙ্কর দুর্ঘটনার (Accident) কবলে পড়লেন জনপ্রিয় এক টেলি অভিনেতা (Bengali Serial Actor)।

বাংলা টেলিভিশনের নায়ক মানেই দর্শকদের ভীষণ কাছের। রোজ টেলিভিশনের (Bengali Television) পর্দায় তাঁদের দেখতে দেখতে ঘরের ছেলের মতোই ভালোবেসে ফেলেন প্রত্যেকে। সম্প্রতি এমনই একজন জনপ্রিয় টেলি অভিনেতা দুর্ঘটনার কবলে পড়েছেন। সূত্রের খবর, অল্পের জন্য বিরাট ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছেন তিনি।

   

Indrajeet Bose, Indrajeet Bose accident

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, দশমীর (Dashami) দিন দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায় একটি গাড়ি। অল্পের জন্য আরও বড় কোনও দুর্ঘটনার মুখে পড়েননি তিনি।

জানা গিয়েছে, পায়ে ভালো রকমের ব্যথা আছে অভিনেতার। তবে তা সত্ত্বেও বন্ধ রাখেননি কাজ। সেই অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। ব্যথা পা নিয়েই পৌঁছে যাচ্ছেন ফ্লোরে। তবে আপাতত বাইক চালাচ্ছেন না অভিনেতা। প্রচণ্ড শখের হলেও এই বাইক চালাতে গিয়েই দশমীর দিন দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।

Indrajeet Bose, Indrajeet Bose accident

প্রসঙ্গত, সম্প্রতি পুজোর আবহে দুর্ঘটনার কবলে পড়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajeet Bose)। বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ তিনি। কাজ করেছেন একাধিক হিট সিরিয়ালে (Bengali Serial)। স্বাভাবিকভাবেই তাই তাঁর দুর্ঘটনার খবর পেয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।

তবে ইন্দ্রজিৎ সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় এখন অনেকটাই ঠিক আছেন তিনি। পা না ভাঙলেও লিগামেন্টে চোট লেগেছে তাঁর। পা ফোলা থাকায় এখন ক্রেপ ব্যান্ডেজ বাধা আছে। ফোলাভাব কমলে পায়ের এমআরআই করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক, জানান ইন্দ্রজিৎ।

site