• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তারকাদের ভিড়েও উজ্জ্বল! অভিনয়ের নিরিখে পুজোয় সেরার সেরা তকমা পেলেন এই টলি অভিনেতা

পুজোর আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চার-চারটি বাংলা ছবি (Tollywood Movie)। ‘দশম অবতার’ (Dawshom Awbotaar), ‘বাঘা যতীন’র (Bagha Jatin) পাশাপাশি শারদীয়ার মরসুমেই রিলিজ করেছে ‘রক্তবীজ’ (Raktabeej) এবং ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Mashi)। প্রথম ৫-৬ দিনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, বাকি তিন ছবিকে টেক্কা দিয়ে বাজিমাত করেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। তবে এ তো নাহয় গেল ব্যবসার কথা। অভিনয়ের বিচারে সেরার তকমা পেলেন কে? চলুন দেখে নেওয়া যাক।

কোয়েল মল্লিক (Koel Mallick)- এই নিয়ে বড়পর্দায় দ্বিতীয়বার ‘মিতিন মাসি’ রূপে হাজির হলেন কোয়েল মল্লিক। একাধিক অ্যাকশন দৃশ্যে ভরপুর ‘জঙ্গলে মিতিন মাসি’ দেখলেই বোঝা যায় এই ছবির জন্য অভিনেত্রী কতখানি পরিশ্রম করেছেন। অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ একদিকে যেমন দুষ্কৃতী দমনে সক্ষম, তেমনই অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসারও সামলান। এই দুইয়ের মিশেল নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলে পঞ্চম স্থান অর্জন করেছেন কোয়েল।

   

Tollywood movie, Koel Mallick in Jongole Mitin Mashi

দেব (Dev)- অভিনেতা হিসেবে নিজেকে বারবার ভাঙছেন দেব। ‘বাঘ যতীন’ দেখে আরও একবার বোঝা যায় সেকথা। পর্দায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হয়ে উঠতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন অভিনেতা। তাই দর্শকদেরও মন ছুঁয়ে গিয়েছে এই ছবি। অভিনয়ের বিচারে দেব অর্জন করে নিয়েছেন চতুর্থ স্থান।

Bagha Jatin, Dev Bagha Jatin, Bagha Jatin pre teaser

জয়া আহসান (Jaya Ahsan)- ‘দশম অবতার’র মৈত্রেয়ী রূপে দর্শকদের মুগ্ধ করেছেন জয়া। তিনি যে কোন মাপের অভিনেত্রী তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তের মতো তারকাদের মাঝেও আলাদা করে নজর কেড়েছেন জয়া। মৈত্রেয়ীর মতো জটিল চরিত্রে অভিনয় করে তৃতীয় স্থান অর্জন করে নিয়েছেন ওপার বাংলার এই অভিনেত্রী।

Tollywood movie, Jaya Ahsan in Dawshom Awbotaar

আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)- পুজো মানেই বক্স অফিসে ছক্কা হাঁকাবেন আবীর- এটা যেন একটা প্রথায় পরিণত হচ্ছে। গত বছরও সর্বোচ্চ ব্যবসা করেছিল আবীরের ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। এই বছরও বক্স অফিস কালেকশনের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে অভিনেতার ‘রক্তবীজ’। আইপিএস অফিসার পঙ্কজ সিংহের চরিত্রে দর্শকদের মুগ্ধ করে দ্বিতীয় স্থান দখল করেছেন আবীর।

Tollywood movie, Abir Chatterjee in Raktabeej

অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)- এই পুজোয় অনির্বাণের দু’টি প্রোজেক্ট রিলিজ করেছে। বড়পর্দায় ‘দশম অবতার’ এবং ওটিটিতে ‘দুর্গ রহস্য’ নিয়ে হাজির হয়েছেন অভিনেতা। সৃজিতের দুই প্রোজেক্টে দু’টি ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর বলাই বাহুল্য দুই চরিত্রেই বাজিমাত করেছেন অনির্বাণ।

Dawshom Awbotaar, Dawshom Awbotaar box office collection

‘দশম অবতার’র কথা বললে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জয়া আহসানদের মতো তারকারা থাকলেও আলাদা করে নজর কেড়েছেন অনির্বাণ। অপরদিকে ‘দুর্গ রহস্য’এ শেষবারের মতো ব্যোমবেশ রূপে হাজির হলেন অভিনেতা। দুই চরিত্র ফুটিয়ে তুলতেই অনির্বাণ নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। আর সেই জন্যই জনপ্রিয় এক সংবাদমাধ্যমের বিচারে এই বছরের ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ তকমা আদায় করে নিয়েছেন তিনি।

site