ঘুরতে (Travel) যেতে কমবেশি আমরা প্রত্যেকেই ভালোবাসি। তবে অনেক সময় ট্রিপের (Trip) পথে বাধা হয়ে দাঁড়ায় বাজেট (Budget)। সেই জন্য এখন অনেকেই কম খরচে নানান অফবিট জায়গায় (Offbeat Location) ঘুরতে চলে যান। এসব জায়গাগুলি যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়, তেমনই এখানে ঘোরার খরচও বেশ কম। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি শান্ত-নিরিবিলি সমুদ্রসৈকতের খোঁজ নিয়ে এসেছি আমরা।
জায়গাটির পরিচয়ঃ আজ যে স্থানের হদিশ তুলে ধরা হয়েছে সেটি হল মহারাষ্ট্রের (Maharashtra) তারকারলি সি-বিচ (Tarkarli Sea Beach)। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানে একবার গেলে আপনার বারবার যেতে ইচ্ছা করবে। শান্ত-নিরিবিলি এই সমুদ্রসৈকতে বসেই আপনি পেয়ে যাবেন গোয়া কিংবা মলদ্বীপের ফিলিং। পাশাপাশি এখানে ঘোরার খরচও বেশ কম।
মুম্বই (Mumbai) থেকে প্রায় ৪৯৩ কিলোমিটার দূরে অবস্থিত এই নির্জন সি-বিচ। আপনার যদি স্কুবা ডাইভিংয়ের শখ থাকে তাহলে এখানে গিয়ে সেটি পূরণ করে ফেলতে পারেন। এছাড়া ইচ্ছা হলে আপনি এখানে হাউসবোট করেও ঘুরতে পারেন। যা আপনাকে স্মরণ করিয়ে দিতে পারে কাশ্মীর কিংবা কেরালার কথা।
আরও পড়ুনঃ হাতের নাগালে একটুকরো স্বর্গ! পকেট ফ্রেন্ডলি খরচে ‘হেভেন অফ ডুয়ার্স’ ঘোরার ট্যুর প্ল্যান
আরও পড়ুনঃ হাতের নাগালেই ‘মিনি ডুয়ার্স’! হালকা শীতে ঘুরে আসুন কলকাতার কাছের এই মনোরম জায়গা থেকে
মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় অবস্থিত এই তারকারলি সি-বিচ ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে আস্তে আস্তে বেশ জনপ্রিয়তা লাভ করছে। অনেকে এই জায়গাকে ‘কোঙ্কনের রানী’ বলেও অভিহিত করে থাকেন। এখানে থাকার জন্য একাধিক ভালো হোটেল এবং রিসর্ট রয়েছে। পাশাপাশি খাবারের মানও বেশ ভালো। আপনার যদি সি-ফুড ভালোলাগে তাহলে অনায়াসে এখানে তা পেয়ে যাবেন।
এককথায় পুজোর পর পকেটে চাপ না দিয়ে যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে তারকারলি সমুদ্রসৈকতে চলে যেতেই পারেন। শহুরে কোলাহল থেকে দূরে শান্ত-নিরিবিলি এই সি-বিচে গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন। হানিমুন থেকে শুরু করে ফ্যামিলি ট্রিপ- সবকিছুর জন্য এই সমুদ্রসৈকত একেবারে পারফেক্ট। তাহলে আর দেরি কীসের! ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পরবেন নাকি এই মনোরম সমুদ্রসৈকতের উদ্দেশে?