• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভিড় ভাট্টা নয়, শান্তিতে উপভোগ করুন সবুজ প্রকৃতি, রইল কম বাজেটের ৩টি অফবিট ডেস্টিনেশনের হদিশ

কথাতেই আছে, বাঙালির পায়ের তলায় সর্ষে। সময়-সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে (Travel) বেরিয়ে পড়েন অনেকে। তবে এখন ভ্রমণপিপাসু মানুষরা চেনা জায়গা বারবার যাওয়ার থেকে অফবিট লোকেশন (Offbeat Location) এক্সপ্লোর করতে বেশি পছন্দ করছেন। ভিড়ে ঠাসা জায়গায় না গিয়েও শান্ত-নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইছেন প্রত্যেকে। আজকের প্রতিবেদনে তাই আপনার জন্য ভারতের এমনই ৩টি অফবিট লোকেশনের খোঁজ নিয়ে এসেছি আমরা।

মালং, মেঘালয় (Mawlynnong, Meghalaya)

প্রায় প্রত্যেক ভ্রমণপিপাসু মানুষই অন্তত একবার মেঘালয়ে ঘুরতে যেতে চান। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মেঘালয়েরই একটি ছোট্ট গ্রাম হল মালং। ইস্ট খাসি হিলস জেলার এই গ্রাম যেমন ছবির মতো সাজানো, তেমনই ভীষণ পরিষ্কারও। অনেকেই জানেন না, এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের তালিকায় নাম রয়েছে মালংয়ের।

   

Mawlynnong, Offbeat travel destination

মালংয়ে গেলে আপনি ঘুরে দেখতে পাবেন একাধিক পর্যটন কেন্দ্র। স্কাই ভিউ পয়েন্ট থেকে শুরু করে লিভিং রুট ব্রিজ হয়ে ব্যালান্সিং রক, বোরহিল ফলস- ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলি। সব মিলিয়ে, একবার এই গ্রামে গেলে আপনার শরীর-মন দুইয়ের জুড়িয়ে যাওয়া একপ্রকার গ্যারান্টেড

আরও পড়ুনঃ হাতের নাগালে একটুকরো স্বর্গ! পকেট ফ্রেন্ডলি খরচে ‘হেভেন অফ ডুয়ার্স’ ঘোরার ট্যুর প্ল্যান

খাজিয়ার, হিমাচল প্রদেশ (Khajjiar, Himachal Pradesh)

হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা কমবেশি আমরা প্রত্যেকেই জানি। এখনকারই ধর্মশালার কাছে অবস্থিত একটি অফবিট ট্যুরিস্ট স্পট হল খাজিয়ার। এখানে গেলে খাজিয়ার হ্রদ, খাজিনাগ মন্দির ঘুরে দেখতে পারবেন। খাজিয়ার যাওয়ার সেরা সময় হল শীতকাল। নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ ইচ্ছা হলে ঘুরে আসতেই পারেন এই স্থান থেকে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের বুকেই লুকিয়ে একটুকরো স্বর্গ, রইল ছুটিতে ঘোরার ৩ আদর্শ অফবিট গ্রামের হদিশ

Khajjiar, Offbeat travel destination

জিরো ভ্যালি, অরুণাচল প্রদেশ (Ziro Valley, Arunachal Pradesh)

অরুণাচল প্রদেশে অনেকেই ঘুরেছেন, তবে এই জায়গার জিরো ভ্যালিতে খুব কম মানুষইই গিয়েছেন। এখানে ভারতের অন্যতম প্রাচীন জনগোষ্ঠী, আপাতানি জনজাতি বাস করে। এই গ্রামে একবার গেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া একপ্রকার গ্যারান্টেড।

Ziro Valley, Offbeat travel destination

এখানে দেখার মতোও একাধিক জায়গা রয়েছে। জিরো ভ্যালিতে গেলে শিব মন্দির, মেঘনা গুহা মন্দির দেখে আসতে পারেন। সেই সঙ্গেই এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। তাই আর দেরি কীসের! আগামী ট্রিপে যাবেন নাকি ছবির মতো সুন্দর এই গ্রামে?

site