এখন সোশ্যাল মিডিয়া খুললেই নানান রকম মজার মজার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) দেখা যায়। এগুলিকে অবশ্য ‘চোখের ধাঁধা’ কিংবা ‘চোখের প্রতারণা’ বললেও খুব একটা ভুল হয় না। মানুষের একঘেয়েমি দূর করায় এগুলি সিদ্ধহস্ত। আজ আপনার জন্য এমনই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা।
এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত চোখের ধাঁধা সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত চোখের ধাঁধা সমাধান করার একাধিক গুণাগুণ রয়েছে। এতে যেমন একদিকে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতার উন্নতি হয়। তেমনই ঝালাই করে নেওয়া যায় বুদ্ধির প্রখরতাও।
আজকের প্রতিবেদনে যে অপটিক্যাল ইলিউশনটি তুলে ধরা হয়েছে সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল (Viral) সেই ধাঁধায় অনেকগুলি পান্ডা দেখতে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে কেউ চুপ করে বসে আছে, কারোর হাতে আবার রয়েছে আইসক্রিম। তবে এই পান্ডাদের (Panda) ভিড়েই লুকিয়ে রয়েছে একটি পেঙ্গুইন (Penguin)। সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।
ভাইরাল এই চোখের ধাঁধা সমাধান করার জন্য মাত্র ৭ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। আর সেই জন্যই এই চ্যালেঞ্জ অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। দাবি করা হয়েছে, প্রায় ৯৯% মানুষ এই নির্ধারিত সময়ের মধ্যে পেঙ্গুইনটিকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।
আপনার সময় শুরু হল এখন। প্রথমে একবার ঠাণ্ডা মাথায় পুজো ছবিটি দেখে নিন। উপর থেকে নীচ, ডানদিক থেকে বামদিক- বাদ দেবেন না কিছুই। ধীরে সুস্থে খুঁজলে আপনি নিশ্চয়ই পেঙ্গুইনটি খুঁজে পেয়ে যাবেন। সময় শেষ! এবার উত্তর দেওয়ার পালা। আপনি কি নির্ধারিত সময়ের মধ্যে পেঙ্গুইনটি খুঁজে পেলেন?
উত্তর ‘হ্যাঁ’ হলে মেনে নিতেই হবে আপনার দৃষ্টিশক্তি একেবারে বাজপাখির মতো প্রখর। তবে ‘না’ পেলেও হতাশ হবেন না। কারণ আমরা বলে দিচ্ছি, পেঙ্গুইনটি কোথায় আছে। ছবিটির বামদিকের ওপরের কোণার দিকে তাকান, দ্বিতীয় সারিতেই দেখতে পাবেন ছোট্ট পেঙ্গুইনটি বসে আছে। পান্ডাদের সঙ্গে তার গায়ের রঙ মিশে যাওয়ায় চট করে দেখতে পাওয়া যাচ্ছে না। আপনার যদি এই চোখের ধাঁধা সমাধান করে ভালোলাগে, তাহলে নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন। দেখুন তো তাঁরা ৭ সেকেন্ডের মধ্যে পান্ডাদের ভিড়ে পেঙ্গুইন খুঁজে পান কিনা।