এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্বিত একটি বাংলা সিরিয়াল (Bengali Mega) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Karche Koi Moner Kotha)। সমাজে মেয়েরা যে মেয়েদের শত্রু এ কথাটা যেমন সত্যি, তেমনই মেয়েরাই যে মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই সিরিয়ালের লেখক। ধারাবাহিকের নায়িকা শিমুল (Shimul) বিয়ে হয় শ্বশুরবাড়ি আসার পর থেকে প্রথমে শ্বাশুড়ির কাছে নানাভাবে অপমানিত হয়েছে সে।
যদিও এখন তার শ্বাশুড়ি মধুমালা (Madhubala) আগের থেকে অনেকটাই বদলে গিয়েছেন। কিন্তু শিমুলের প্রতি দিনে দিনে বেড়েই চলেছে তার স্বামী পরাগের শারীরিক এবং মানসিক অত্যাচার যা দেখে দর্শকের একাংশ বিলুপ্ত হলেও অনেকেই দাবি করছেন এটাই রূঢ় সমাজের রূঢ় বাস্তব। যা এ সিরিয়ালের মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক এই সিরিয়ালের সম্পূর্ণ অভিনেতা অভিনেত্রীদের তালিকা
‘কার কাছে কই মনের কথা’ সিরিয়াল এর সম্পূর্ণ কাস্ট
সিরিয়ালের নাম | কার কাছে কি মনের কথা |
চ্যানেল | জি বাংলা |
মূল চরিত্র | মানালী দে বাসবদত্তা চ্যাটার্জি স্নেহা চ্যাটার্জি সৃজনী মিত্র কুয়াশা বিশ্বাস |
মুক্তির তারিখ | ৩ জুলাই ২০২৩ |
টাইম স্লট | সন্ধ্যা ৬:৩০ (সোম-রবি) |
মোট পর্ব | ১২০ টি |
জি বাংলা সিরিয়াল কার কাছে কই মনের কথা সিরিয়ালের অভিনেতা এবং অভিনেত্রীদের সম্পূর্ণ তালিকা-
শিমুল চরিত্রে মানালী দে (Manali Dey as Shimul)
কার কাছে কই মনের কথা সিরিয়ালে প্রধান নায়িকা শিমুলের চরিত্রে অভিনয় করছেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মানালি মনীষা দে। বিয়ের হয়ে শ্বশুরবাড়ি আসার পর থেকে শিমুল তার স্বামী,দেওর শ্বাশুড়ির কাছে ব্যাপক অত্যাচারিত হয়েছে। এখন যদিও শিমুলের প্রতি তার শ্বাশুড়ির ব্যবহারে অনেক বদল এসেছে।
সুচরিতা চরিত্রে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee as Sucharita)
বাংলা বিনোদন জগতের সুন্দরী নায়িকা বাসবদত্তা। এই সিরিয়ালে সুচরিতার চরিত্রে অভিনয় করছেন তিনি। দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’র হাত ধরে কামব্যাক করেছেন বাসবদত্তা। প্রধান নাযিয়া শিমুলের শ্বশুরবাড়ির পাড়ার বান্ধবী সে।
বিপাশার চরিত্রে স্নেহা চ্যাটার্জি (Sneha Chatterjee as Bipasha)
শিমুলের এই মহিলা মহলের আরও একজন সদস্যা হলেন বিপাশা।পর্দায় এই বিপাশার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি। বেশিরভাগ ধারাবাহিকে খলনায়িকা হলেও এই সিরিয়ালে বিপাশা একেবারে উল্টো। এই ধারাবাহিয়াকে সে প্রচন্ড স্পষ্টবাদী অত্যন্ত পরিষ্কার মনের একজন মানুষ।
শীর্ষা চরিত্রে সৃজনী মিত্র (Srijani Mitra as Shirja)
ধারাবাহিকে শিমুলের পাড়ার আরও একজন বান্ধবী হলেন শীর্ষা। পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সৃজনী মিত্র। আদতে বাঙালি হলেও সিরিয়ালে সৃজনী একজন মাড়োয়ারি মেয়ের চরিত্রে অভিনয় করছেন।
প্রতীক্ষা চরিত্রে কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas)
ধারাবাহিকে শিমুলের হবু জা অর্থাৎ পলাশের বাগদত্তা প্রতীক্ষার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী কুয়াশা বিশ্বাস। প্রোমোতে তাকে পজেটিভ চরিত্রে দেখা গেলেও এখনও পর্যন্ত সিরিয়ালে প্রতীক্ষাকে নেগেটিভ শেডের চরিত্রেই অভিনয় করতে দেখা যাচ্ছে।
পুতুল চরিত্রে শ্রীতমা ভট্টাচার্য (Sreetama Bhattacharya as Putul)
সিরিয়ালে শিমুলের ননদ পুতুলের চরিত্রে অভিনয় কইছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। পর্দায় পুতুল আর পাঁচজনের মতো সুস্থ স্বাভাবিক নয় তাই অনেকেই তাকে ‘হাবলি’ বলে ডাকে।
পরাগের চরিত্রে দ্রোণ মুখোপাধ্যায় (Drone Mukherjee as Parag)
পর্দায় শিমুলের অত্যাচারী বর পরাগের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। বিয়ের পর থেকেই সে শিমুলের ওপর অযথা মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিক নির্যাতন করে চলেছে। অথচ পর্দার এই পরাগ সিরিয়ালে একজন স্কুল শিক্ষক।
মধুবালার চরিত্রে রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty as Madhubala)
ধারাবাহিকে শিমুলের শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী। সিরিয়ালের শুরুর দিকে নিজের ব্যবহারের জন্যই তিনি ‘কূটনী’ শ্বাশুড়ির তকমা পেয়েছিলেন মধুবালা। যদিও এখন পুরোনো তিক্ততা ভুলে মন গলেছে শিমুলের শ্বাশুড়ির।
পলাশের চরিত্রে সৌনক রায় (Sounak Roy as Palash)
শিমুলের অভদ্র দেওর পলাশের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌনক রায়। পর্দায় বৌদির সাথে তার ব্যব হার দেখে ফুঁসতে থাকেন দর্শক। তবে শুধু বৌদি নয় নিজের দিদি পুতুলেরও গায়ে হাত তোলে সে।
শতদ্রুর চরিত্রে ইন্দ্রনীল মল্লিক (Indranil Mallick as Shatadru)
সিরিয়ালে শিমুলের কলেজ জীবনের প্রেমিক শতদ্রুর চৈত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল মল্লিক।
চন্দনের চরিত্রে সৌম্য ব্যানার্জি (Somya Banerjee as Chandan)
কার কাছে কই মনের কথা সিরিয়ালে চন্দনের চরিত্রে অভনয় করছেন জনপ্রিয় অভিনেতা সৌম্য ব্যানার্জি।
কাজরী চরিত্রে পৌলোমী দাস (Paulami Das as Kajari)
এই ধারাবাহিকে শিমুলের বড় বৌদি কাজরীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পৌলোমী দাস।
টুটুল চরিত্রে রুম্পা দাস (Rumpa Das as Tutul)
সিরিয়ালে শিমুলের খুড়তুতো ননদ টুটুলের চরিত্রে অভিনয় কছেন জনপ্রিয় অভিনেত্রী রুম্পা দাস।
মিষ্টি চরিত্রে প্রিয়াঙ্কা হালদার (Priyanka Haldar as Misti)
সিরিয়ালে শিমুলের ছোট বৌদি মিষ্টির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদারকে।
স্বস্তিকা চরিত্রে ঋতুপর্ণা সেন (Rituparna Sen as Swastika)
সিরিয়ালে সুচরিতার স্বামীর প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী ঋতু পর্ণা সেন কে। যদিও অনুরাগীদের কাছে তিনি ‘ঋ’ নামে বেশি পরিচিত।
ইন্দ্রজিৎ মজুমদার (Indrajeet Majumder)
পর্দায় শিমুলের ছোটদাদার চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ মজুমদার।
দ্বৈপায়ন দাস (Daipayan Das)
সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা দ্বৈপায়ন দাসকে।
রাজশ্রী ভৌমিক (Rajashree Bhoumik)
সিরিয়ালে শিমুলের কাকী শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করছেন জণপ্রিয় অভিনেত্রী রাজশ্রী ভৌমিক।
কার কাছে কোন মনের কথা সিরিয়ালে আগামী দিনে নতুন অভিনেতা-অভিনেত্রীদের পরিচয়ও সময়ের সাথে সাথে তালিকাতে আপডেট করা হবে।