সোশ্যাল মিডিয়া ছাড়া এখন মানুষের এক মুহূর্ত চলে না। ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই এখন নানান মজার মজার পোস্ট চোখে পড়ে। এর মধ্যে কোনোটি দেখে হাসি ছোটে মানুষের, কোনোটি আবার সরাসরি বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করে। উদাহরণ হিসেবে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধার কথা বলা যায়। আইকিউ লেভেল যাচাই করার দারুণ উপায় এটি।
এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত চোখের ধাঁধা সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। আজ আপনার জন্য এমনই একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা। যা সমাধান করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে অনেকের। চলুন দেখে নেওয়া যাক কী এমন আছে সেই ধাঁধায়।
আজ আমরা যে অপটিক্যাল ইলিউশনটি নিয়ে এসেছি সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ছবিতে অনেকগুলি ছোট্ট ছোট্ট হাতি (Elephant) দেখতে পাওয়া যাচ্ছে। ধূসর রঙের গা, গোলাপি রঙের কান আর মাথায় হলুদ রঙের টুপি- প্রত্যেকটি হাতিকে ঠিক এমনই দেখতে।
তবে এই হাতিদের ভিড়েই ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে একটি ধূর্ত বিড়াল (Cat)। আর সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। ভাইরাল এই ধাঁধা সমাধান করার জন্য ঘড়ি ধরে মাত্র ৭ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। আর সেই কারণেই বিড়ালটিকে খুঁজে বের করা আরও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।
৭ সেকেন্ডের মধ্যে আপনি যদি হাতিদের ভিড়ে লুকিয়ে থাকা বিড়াল খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনাকে জানাই শুভেচ্ছা। কারণ আপনি আদায় করে নিয়েছেন ‘জিনিয়াস’ তকমা। তবে না পেয়ে থাকলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য বিড়ালটিকে হাইলাইট করে দিচ্ছি। হাইলাইট করা অংশের দিকে তাকালেই বিড়ালটিকে দেখতে পাবেন। ধূসর রঙের হওয়ায় হাতিদের ভিড়ে একপ্রকার মিশে গিয়েছে সে। তবে ভালো করে খেয়াল করলেই বোঝা যাচ্ছে সেটি একটি বিড়াল।