‘রামায়ণ’ (Ramayana) নিয়ে সিনেমা বানানো মোটেই সহজ নয়। কয়েক মাস আগেই যেমন প্রবল বিতর্কে জড়িয়েছিলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। শ্রীরাম, মাতা সীতাকে ‘কার্টুনের’ মতো দেখিয়ে প্রবল জনরোষের মুখে পড়েছিল ওম রাউতের ছবি। সেই বিতর্কের আঁচ কিছুটা কমতেই ফের ‘রামায়ণ’ নিয়ে সিনেমা আনছে বলিউড (Bollywood)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির সম্পূর্ণ কাস্টিং।
বেশ কয়েকমাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ‘রামায়ণ’ নিয়ে সিনেমা আনতে চলেছেন নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari)। মাতা সীতা হিসেবে উঠে এসেছিল দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট সহ একাধিক বলিউড অভিনেত্রীর নাম। তবে এবার জানা গিয়েছে, দীপিকা-আলিয়া দু’জনেই বাদ পড়েছেন। বরং দক্ষিণী সুন্দরী সাই পল্লবীকে (Sai Pallavi) সীতা হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা।
নীতেশ তিওয়ারির সিনেমায় শ্রীরাম হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতাকে রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। রাম-সীতার চরিত্রে কাদের দেখা যাবে সেটা তো নাহয় জানা গেল। তবে সবচেয়ে বড় চমক রয়েছে লঙ্কেশ রাবণের চরিত্রে।
প্রথমে শোনা গিয়েছিল, ঋত্বিক রোশনকে রাবণের ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা। তবে এখন শোনা যাচ্ছে, ‘কেজিএফ’ (KGF) খ্যাত যশকে (Yash) দেখা যাবে লঙ্কেশের ভূমিকায়। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ মোট ৩টি ভাগে নির্মিত হবে।
প্রথমভাগে রাম-সীতার কাহিনী থেকে সীতা হরণ পর্যন্ত দেখানো হবে। আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ শ্যুটিং শুরু হবে বলে খবর। তবে প্রথম ভাগে যশকে খুব বেশি দেখা যাবে না। অভিনেতার শ্যুটিং শিডিউল মাত্র ১৫ দিনের। তবে দ্বিতীয়ভাগে বেশিরভাগটা জুড়েই থাকবেন ‘কেজিএফ’ অভিনেতা। সেই অংশের শ্যুটিং শ্রীলঙ্কায় হবে বলে খবর।
শোনা যাচ্ছে, ‘রামায়ণ’ নিয়ে তৈরি হতে চলা এই ছবি বানানোয় কোনও প্রকার খামতি রাখতে চাইছে না নীতেশ তিওয়ারি এবং তাঁর টিম। এই মুহূর্তে জোর কদমে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সূত্রের খবর, অস্কারজয়ী টিম দিয়ে নীতেশের ‘রামায়ণ’র ভিএফএক্সের কাজ করানো হবে। আপাতত সেসব নিয়েই ব্যস্ত আছে গোটা টিম।