প্রত্যেক বছর মহালয়া (Mahalaya) নিয়ে বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এক অদেখা লড়াই চলে। স্টার জলসা, জি বাংলা (Zee Bangla) নাকি কালার্স বাংলা- কোন চ্যানেলে মা দুর্গা হিসেবে কাকে দেখা যাবে তা নিয়ে জোর চর্চা চলতে থাকে দর্শকমহলে। ইতিমধ্যেই কালার্স বাংলা এবং স্টার জলসার মহালয়ার প্রোমো প্রকাশ্যে চলে এসেছে। এবার জি বাংলার তরফ থেকেও শেয়ার করা হল মহিষাসুরমর্দিনীর প্রোমো (Promo)।
আগেই জানা গিয়েছিল, চলতি বছর মহালয়ায় জি বাংলায় মা দুর্গা (Maa Durga) হিসেবে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে (Ankita Mallick)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) তথা ‘জ্যাস’ নামেই বেশি। প্রত্যাশা মতো প্রোমোয় তাঁকেই মহিষাসুরমর্দিনী হিসেবে দেখা গিয়েছে। সেই সঙ্গেই দেবীর আরও নানান রূপে দেখা মিলেছে জি বাংলার বাকি অভিনেত্রীদের।
চলতি বছর মহালয়ায় জি বাংলার নিবেদন হল ‘নবপত্রিকায় দেবীবরণ’ (Nobopotrikaye Debiboron)। দেবীর নানান রূপের দেখা মিলবে এই অনুষ্ঠানে। উমা হিসেবে যেমন দেখা যাবে, ‘গৌরী এলো’র ছোট্ট তারাকে। দেবী মহামায়া হিসেবে দেখা গিয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায়কে।
এছাড়া দেবী ব্রহ্মাণীর ভূমিকায় অভিনয় করেছেন ‘গৌরী এলো’ নায়িকা মোহনা মাইতি। দেবী শোকরোহিতা চরিত্রে ‘কার কাছে কই মনের কথা’র শিমুল তথা মানালি দে, দেবী লক্ষ্মী রূপে ‘ফুলকি’র দিব্যানি মণ্ডল, দেবী মহেশ্বরী রূপে শ্বেতা ভট্টাচার্য অভিনয় করেছেন। দেবীর নয় রূপে জি বাংলার নায়িকাদের দেখে চোখ জুড়িয়ে গিয়েছে নেটিজেনদের। প্রোমোয় কমেন্ট করে সেকথা জানিয়েছেন তাঁরা।
তবে সবার যে জি বাংলার মহালয়ার প্রোমো ভালোলেগেছে তা কিন্তু নয়। অনেকে আবার সমালোচনাও করেছেন। একজন যেমন খানিক আক্ষেপের সুরে লিখেছেন, ‘খুব কষ্ট হয়, মহিষাসুরমর্দিনী মায়ের সেই আগের রূপ আর দেখা যায় না। শুধু পর্দা ওড়ে পিছনে। মহালয়ার আবেগটা দিন দিন কষ্টকর হয়ে যাচ্ছে। এমন তো চায় না’। দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘মিতুল, গৌরী এদের দেখলে মহালয়ার আবেগটাই নষ্ট হয়ে যায়। দেবীর মাতৃরূপের যে স্নিগ্ধতা তা আজকার মহালয়ায় দেখা যায় না। এর থেকে ছোটদের মহালয়াগুলো অনেক ভালো, বেশ পুজো পুজো আমেজ পাওয়া যায়’।