পুরো দেশ এখন কাঁপছে শাহরুখ খানের (Sahrukh Khan) ‘জাওয়ান’ (Jawan) জ্বরে। কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাই এখন গলা ফাটাছেন শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমার জন্য। বড় পর্দায় কিং খানকে এন্ট্রি নিতেই গোটা সিনেমা হল ফেটে পড়ছে হাততালি আর মুহুর্মুহু সিটিতে। এই বয়সেও রুপোলী পর্দায় কিং খানকে জাওয়ান করে তোলার কাজ যিনি করেছেন তাঁর প্রশংসায় পঞ্চমুখ এখন গোটা দেশবাসী।
কথা হচ্ছে যেমন সিনেমার পরিচালক অ্যাটলি কুমার কে নিয়ে। এক সময় গায়ের কালো রঙের জন্য বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন আজকের এই তারকা। একাধিক সুপার হিট দক্ষিণ সিনেমা কাজ করলেও অ্যাটলির স্বপ্ন ছিল শাহরুখ খানের সাথে কাজ করা। তাই জওয়ান ছিল তাঁর ড্রিম প্রজেক্ট। এই সিনেমার শুটিংয়ের সময়ই বাবা হয়েছেন অ্যাটলি। জীবনের সেই খুশির মুহূর্তেও ছুটি নেননি তিনি সেদিনের সেই কালো ছেলেটা।
গায়ের রঙের কথা উঠছে কারণ একসময় এই গায়ের রংয়ের জন্যই বহু মানুষের কাছে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তিনি। এবার এই অ্যাটলি কুমারের প্রসঙ্গ তুলে নিজের ভাইয়ের কথা টেনে আনলেন ছোট পর্দার ‘রাঙা বউ’ অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। এদিন অ্যাটলির প্রশংসায় শ্রুতি লিখেছেন ‘কালো ছেলেটা দুনিয়া কাঁপিয়ে দিল।’ এরপরেই নিজের ভাইয়ের কথা উল্লেখ করে শ্রুতি জানিয়েছেন তার ভাই ছোট থেকেই ছিল ফুটবলের পোকা।
কিন্তু গায়ের রং কালো হওয়ায় তিনি যখন স্কুলের মাঠে খেলতে যেতেন তখন তাকে সবাই নাইজেরিয়ান ফুটবলার বলে বডি শেমিং করতো। বাদ ছিল না পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজনরাও। এরপর অভিনেত্রীর সংযোজন ‘পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজনের কথা আজ তুলবো না। কারণ সম্প্রতি ওএমজি ২ দেখেছি এবং স্কুলের পরিবেশ এবং বাচ্চাদের মেন্টাল টর্চারের দেখে সচেতন নাগরিক হিসেবে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র।’
এরপর অ্যাটলি কুমারের কথা বলে অভিনেত্রী লিখেছেন ‘কারো ভাই ছোট থেকে নিশ্চয়ই ওনাকে অনেক কটুক্তি সহ্য করতে হয়েছে। উনি পেরেছেন আমার আপনার ভাইয়েরাও পারবে। আমাদের বাড়ির কালো ছেলেটাও সম্মান পাবে এবং মাথা তুলে দাঁড়াবে।’ সব শেষে শাহরুখ খানের প্রশংসায় অভিনেত্রী লিখেছেন শাহরুখ খান ছিলেন, আছেন, থাকবেন। বুড্ঢা হোগা তেরা বাপ। প্রসঙ্গত শ্রুতিও একসময় গায়ের রঙের জন্য নানা ভাবে হেনস্থার শিকার হয়েছিলেন। যার জন্য প্রতিবাদে সরব হয়েছিলেন অভিনেত্রী নিজেও।