• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়ক মানেই হ্যান্ডসাম নয়! অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে সবার প্রিয় ‘রূপ’ অভিনেতা দেবায়ন

নায়ক মানেই হবে সুদর্শন সুপুরুষ, এককথায় দারুন হ্যান্ডসাম। বহু বছর ধরে এমনটাই দেখে অভ্যস্ত বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকরাও। তাই  নায়ক শব্দটা শুনলে অজান্তেই সবার মনের মধ্যে ভেসে ওঠে কোনো এক পেশীবহুল সুদর্শন নায়কের ছবি। জগ জগ ধরে এটাই অভিনেতা হওয়ার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। তাই যখন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়ের (Rooqma Ray) নতুন সিরিয়াল ‘রূপ সাগরে মনের মানুষ’ (Rup Sagore Moner Manush)-এর প্রথম প্রোমো এসেছিল তখন তাঁর নায়ককে দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল দর্শকদের।

ধারাবাহিকে রুকমার চরিত্রের নাম হয়েছে পূর্ণা (Purna)। বিপরীতে রূপ (Roop) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবায়ন ভট্টাচার্য (Debayan Bhattacharya)। যদিও প্রথম ঝলকে তাঁকে দেখে রুকমার নায়ক হিসাবে মেনে নিতে পারেননি কেউই। তাই একেবারে রে রে করে তেড়ে এসেছিলেন দর্শকরা। রুকমার মত সুন্দরী একজন অভিনেত্রীর পাশে কেউই রূপ চরিত্রে গোলুমোলু অভিনেতা দেবায়নকে মেনে নিতে পারছিলেন না।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,সান বাংলা,Sun Bangla,রুকমা রায়,Rooqma Ray,দেবায়ন ভট্টাচার্য,Debayan Bhattacharya,রূপসাগরে মনের মানুষ,রূপ,Roop,পূর্ণা,Purna,দর্শক,Audience,প্রশংসা,Praise,Rup Sagore Moner Manush

তাই সকলেই দাবি তুলেছিলেন রুকমার বিপরীতে নতুন কোন সুদর্শন নায়ককে আনা হোক। কিন্তু প্রবল বিতর্কের মধ্যেও  প্রচলিত মিথ ভাঙতেই নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন চ্যানেল কর্তৃপক্ষ।  তাই রূপমার বিপরীতে রূপ চরিত্রে নায়ক হিসেবে দেবায়নকে নিয়েই সান বাংলার পর্দায় শুরু হয় রূপসাগরে মনের মানুষ।  তবে সমস্ত সমালোচনা মাথায় নিয়েই  বিপরীতে অভিনয় করে নিজেকে প্রমাণ করে দিয়েছেন দেবায়ন।

তিনি বুঝিয়ে দিয়েছেন নায়ক হতে গেলে সুদর্শন হওয়াটা কোন মাপকাঠি নয়। তাই নিজের অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। আর এইভাবেই দর্শকদের কটাক্ষকেও তিনি বদলে ফেললেন ভালবাসায়। তাই ওপার বাংলার একজন দর্শক নিজের ভুল বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ঢালাও প্রশংসা করেছেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সান বাংলা,Sun Bangla,রুকমা রায়,Rooqma Ray,দেবায়ন ভট্টাচার্য,Debayan Bhattacharya,রূপসাগরে মনের মানুষ,রূপ,Roop,পূর্ণা,Purna,দর্শক,Audience,প্রশংসা,Praise,Rup Sagore Moner Manush

তিনি লিখেছেন ‘সত্যি বলতে শুরুতে রুকমার পাশে এমন একজন নায়ক আমিও মেনে নিতে পারিনি, রুকমা আমার জীবনের একমাত্র ক্রাশ। কিন্তু এখন যতদিন যাচ্ছে দেবায়ন দাদাকে ততটায় ভালো লাগছে। কি কিউট দেখতে, আর মানুষটাও অনেক অমায়িক, দারুন ব্যাবহার। এই চরিত্রটার জন্য উনি বেস্ট, কি নিখুত অভিনয় করে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা, বাংলাদেশ থেকে আমিও আপনার একজন ফ্যান, খুব ট্যালেন্টেড অভিনেতা আপনি, ভালো থাকবেন।’

site