সম্প্রতি পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে অবতরণ করার নজির গড়েছে ভারত। এতদিন যা বিশ্বের কোনও দেশ করে দেখাতে পারেনি, সেটাই করে দেখিয়েছে ইসরোর বিজ্ঞানীরা। তবে আপনি কি জানেন, এমন বহু ভারতীয় আছেন যারা চাঁদের মাটিতে জমি (Land) কিনে রেখেছেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৮ ব্যক্তির নাম।
শাহরুখ খান (Shah Rukh Khan)- বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান কয়েকশো কোটি টাকার মালিক। বিশ্বের বহু দেশে সম্পত্তি রয়েছে তাঁর। সেই সঙ্গেই অভিনেতার স্বপ্ন ছিল চাঁদের মাটিতে জমি কেনার। সেই জন্য সেখানে এক টুকরো জমি কিনে রেখেছেন তিনি।
সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)- প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চাঁদ, মহাকাশ নিয়ে ভালোবাসার কথা কারোর অজানা নয়। সময় পেলেই টেলিস্কোপ নিয়ে মহাকাশের ওপর নজর রাখতেন তিনি। সেই জন্য ৫৫ লাখ টাকা দিয়ে চাঁদের মাটিতে এক টুকরো জমি কিনে রেখেছিলেন সুশান্ত।
নীরজ কুমার (Neeraj Kumar)- শুধু তারকারাই নন, বহু সাধারণ মানুষও চাঁদের মাটিতে জমি কিনেছেন। এমনই একজন ব্যক্তি হলেন বিহারের বাসিন্দা নীরজ কুমার।
অভয় কুমার সেনাপতি (Abhay Kumar Senapati)- উড়িষ্যা নিবাসী অভয়ের নামও এই তালিকায় রয়েছে। তিনি নিজের নামে চাঁদে এক টুকরো জমি কিনেছেন।
টম ক্রুজ (Tom Cruise)- বলিউডের পাশাপাশি হলিউড অভিনেতা টম ক্রুজেরও চাঁদের মাটিতে জমি কেনা আছে। সম্পত্তির নিরিখে বিশ্বের বহু তারকাকে টেক্কা দেন টম। দেশে-বিদেশে বহু সম্পত্তি রয়েছে তাঁর। এমনকি চাঁদেও জমি রয়েছে অভিনেতার।
জিমি কার্টার (Jimmy Carter)- ভারতীয়রাই শুধু নন, বিদেশিরাও চাঁদের মাটিতে জমি কিনেছেন। তাঁদের মধ্যে একজন হলেন পেশায় ব্যবসায়ী জিমি।
বারবারা ওয়াল্টার (Barbara Walters)- আমেরিকার একজন নামী সাংবাদিক হলেন বারবারা। সেই সঙ্গে তিনি একজন লেখিকাও। বাকিদের মতো বারবারার নামেও চাঁদে জমি আছে।
শোয়েব আহমেদ (Shoaib Ahmed)- শোয়েব পাকিস্তানের একজন সাধারণ নাগরিক। শোনা যায়, শোয়েবের স্ত্রীয়ের ইচ্ছা ছিল চাঁদে জমি কেনার। স্ত্রীয়ের এই ইচ্ছা পূরণের জন্যই চাঁদের মাটিতে জমি কিনেছিলেন তিনি।