• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘুচল অশিক্ষত পরিবারের তকমা! ৬৭ বছরে এসে বংশের ‘প্রথম গ্রাজুয়েট’ হলেন বলিউড অভিনেতা

বলিউড (Bollywood) নামটা শুনলেই চাকচিক্যে ভরা ঝলমলে একটা ছবি ভেসে আসে। তবে জানেন কি ইন্ডাস্ট্রির সবচাইতে সফল ও অশিক্ষিত (Uneducated) পরিবার কাপুর পরিবার (Kapoor Family)! হ্যাঁ পৃথ্বীরাজ কাপুরের প্রায় সমস্ত বংশধরই অভিনয়ের জগতে দুর্দান্ত সাফল্য লাভ করেছেন। কিন্তু উল্টো দিকে পড়াশোনায় একপ্রকার লবডঙ্কা বললেই চলে।

কেউ ষষ্ঠ শ্রেণী তো কেউ কোনোমতে মাধ্যমিকটাই পাশ করতে পেরেছেন! তবে খুশির খবর হল ২০২৩ সালে প্রথম গ্রাজুয়েট হলেন এই পরিবারের এক সদস্য। অবশ্য যে বয়সে পাশ করেছে সেটা শুনেই চমকে উঠছেন সকলে। কোন তারকা এমন রেকর্ড গড়লেন জানতে ইচ্ছা করছে নিশ্চই?

   

Aditya Raj Kapoor with His Parents

সম্প্রতি কাপুর পরিবারের অশিক্ষিত হওয়ার কালিমা মুছে দিলেন শাম্মী কাপুর (Shammi Kapoor)গীতা বালির (Geeta Bali) পুত্র আদিত্য রাজ কাপুর (Aditya Raj Kapoor)। সাধারণত ২৩-২৫ বছরের মধ্যেই গ্রাজুয়েট হয়ে যান পড়ুয়ারা। তবে এক্ষত্রে কিন্তু তেমনটা হয়নি। ৬১ বছর বয়সে স্নাতক হওয়ার পড়াশোনা শুরু করেন তিনি। এরপর ৬ বছরের কঠিন অধ্যাবসায়, তারপর ৬৭ বছরে গ্রাডুয়েশন পাশ করলেন তিনি।

পাশ করার পর অভিনেতা জানান, পরিবারের কেউই দ্বাদশ শ্রেণীর পর আর পড়াশোনা করতে পারেনি। কারিনা কাপুর থেকে করিশ্মা কাপুর দুজনেই কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু গ্রাজুয়েশনে পাশ করে ওঠা হয়নি। বাকিদের অনেকেই স্কুলের পড়াশোনা পর্যন্ত শেষ করেননি। তবে, বলিউডের সবচাইতে অশিক্ষিত পরিবার হওয়ার তকমা এবার তিনি ঘুচিয়ে দিলেন!

Aditya Raj Kapoor Shares his Gratuation Certificate

কিভাবে ৬৭  বা বছরে গ্রাজুয়েট হলেন তিনি? জানা যাচ্ছে, ছোটবেলায় পড়ার সুযোগ থাকলেও তা না করার ভুল বুঝতে পেরেছিলেন তিনি। খ্যাতি, টাকা পয়সা পেলেও নিজেকে শূন্য মনে করতেন, বুঝতে পেরেছিলেন শিক্ষার গুরুত্ব। তাই বেশ কয়েক বছর আগেই গোয়ার বাসভবন থেকে মুম্বাইতে থাকতে শুরু করেন আদিত্য। সেই সময়েই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে (IGNOU) ভর্তি হন পড়াশোনার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Aditya Raj Kapoor (@lordfusebox)

IGNOU তে দর্শন নিয়ে পড়াশোনা শুরু করেন আদিত্য রাজ কাপুর। এক্ষেত্রে মেয়ে তুলসী তাকে সর্বদা সাহায্য করেছে। যদিও করণের সময় ব্যাঘাত ঘটেছিল পড়াশোনায়, তবে শেষমেশ সফল হলেন তিনি। এবছর পরীক্ষায় বসে ৫৯ নম্বর সহ স্নাতক হলেন তিনি। তবে এখানেই থামছেন না তিনি। এবার মাস্টার্সের পড়াশোনার জন্য  প্রস্তুতি নিচ্ছেন আদিত্য রাজ কাপুর।

 

site