শুরু থেকেই দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছে, জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) সিরিয়ালের নায়িকা দিব্যানি মন্ডল (Divyani Mondal)। নবাগতা হয়েও তাঁর অভিনয়, অল্পদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। তাই শুরু থেকেই টিআরপি তালিকাতেও ছক্কা হাঁকিয়ে চলেছে দিব্যানি অভিনীত নতুন সিরিয়াল। এই ধারাবাহিকে তাঁর নায়ক হয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)।
আদতে মুর্শিদাবাদের মেয়ে দিব্যানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। ছোটপর্দার ফুলকি হওয়ার সুযোগটা দিব্যানির কাছে আচমকা আসলেও শুরু থেকেই তাঁর স্বপ্ন ছিল অভিনয় করার। কিন্তু তাঁর পরিকল্পনা ছিল ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করার পর মাস্টার্স করে থিয়েটারের অভিনয় করার পর ধাপে ধাপে নিজের ক্যারিয়ার তৈরী করার লক্ষ্যে এগোনোর।
কিন্তু তার আগেই আচমকাই জি বাংলার মতো চ্যানেলে এত বড় একটা প্রজেক্টে সুযোগ পেয়ে গিয়েছেন দিব্যানি। তাই কলেজ ছাত্রী থেকে সোজা জি বাংলার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলের প্রধান নায়িকা হওয়ার এই সময়টাকে চুটিয়ে অভিনয় করছেন দিব্যানি। কিন্তু সুযোগটা কিভাবে পেলেন তিনি?
সম্প্রতি এপ্রসঙ্গেই এই সময় ডিজিটালের সাথে এক খোলামেলা সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন দিব্যানি। সেখানেই এদিন অভিনেত্রী জানিয়েছেন ফুলকিতে অভিনয় করার আগে তিনি বাংলা সিরিয়ালের পরিচিত মুখ আয়ুষের সাথে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। সেই ভিডিওটিই নজরে পড়েছিল জি বাংলার চ্যানেল কর্তৃপক্ষের। অভিনেত্রী জানান ওই ভিডিও দেখেই জি বাংলার তরফ থেকে ফোন এসেছিল তাঁর কাছে।
তারা সরাসরি তাঁকে ফুলকি চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। যা শুনে প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে না পেরে পর্দার ফুলকি ভেবেছিলেন ওটা বোধ হয় প্রাঙ্ক কল। কিন্তু তারপর যখন তিনি জানতে পারেন বিষয়টা মজার নয় সত্যি তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন।
ফুলকি অভিনেত্রী দিব্যানির কথায় ‘পরে বিষয়টা কনফার্ম হয়। আমি দেখা করতে যাই। ক্যারেকটার নিয়ে কথাবার্তা হয়। লুক টেস্ট হয়। এরপর সিরিয়ালের কাজ শুরু হয়। এত তাড়াতাড়ি এত ভালো একটা প্ল্যাটফর্ম পাব সেটা আমি সত্যিই ভাবিনি।’ সেইসাথে সাপ্তাহিক টিআরপি প্রসঙ্গে এদিন দিব্যানি বলেছেন ‘প্রত্যেক সপ্তাহের ওই লিস্টটা আমাকে অনুপ্রাণিত করে। ওটা দেখি আর ভাবি পরের সপ্তাহে আরও ভালো পারফর্ম করতে হবে।’