দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত আইকনিক একটি ছবি হল ‘বাহুবলী’ (Baahubali)। এস এস রাজামৌলী পরিচালিত এই ছবির হাত ধরে বদলে গিয়েছিল প্রভাসের ভাগ্য। ভারতে তো বটেই, গোটা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে কখনও কি ভেবে দেখেছেন, ‘বাহুবলী’ যদি বাংলায় (Tollywood) হতো তাহলে কোন চরিত্রে কোন তারকা থাকতেন? সম্প্রতি সেই প্রশ্নেরই জবাব মিলল।
এমনিতে বিনোদন দুনিয়ায় রিমেক সিনেমা আসাটা নতুন কোনও ব্যাপার নয়। অতীতে একাধিক দক্ষিণ ভারতীয় ছবির (South Indian Movie) বাংলা রিমেক হয়েছে। সেই তালিকায় যদি ব্লকবাস্টার ‘বাহুবলী’র নাম জুড়ে যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সে যাই হোক, চলুন দেখে নেওয়া যাক, ‘বাংলার বাহুবলী’তে (Bengali Baahubali) কোন চরিত্রে কোন তারকাকে দেখা যাবে।
দেবসেনা চরিত্রে কোয়েল, অবন্তিকা হবে কে?
সম্প্রতি একটি ফেসবুক গ্রুপে বাংলার ‘বাহুবলী’ নিয়ে পোস্ট করেছেন একজন নেটিজেন। সেই পোস্টে অনুষ্কা শেট্টি অভিনীত ‘দেবসেনা’ চরিত্রে তিনি কোয়েল মল্লিককে (Koel Mallick) কল্পনা করেছেন। অপরদিকে তামান্না ভাটিয়া অভিনীত ‘অবন্তিকা’ চরিত্রে টলি সুন্দরী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) দেখতে চেয়েছেন।
ভাল্লালদেব-বাহুবলী চরিত্রে থাকবেন কারা?
বাংলায় ‘বাহুবলী’ হলে দর্শকরা সবচেয়ে বেশি যে দুই চরিত্রের কাস্টিং দেখার জন্য মুখিয়ে থাকবেন তা হল ‘বাহুবলী’ এবং ‘ভাল্লালদেব’। কারণ এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন সুপারস্টার প্রভাস এবং রানা ডাগ্গুবাতি। সংশ্লিষ্ট নেটিজেন এই দুই চরিত্রের জন্য টলি সুপারস্টার দেব (Dev) এবং মুকুল দেবকে (Mukul Dev) বেছে নিয়েছেন।
‘জুনিয়র বাহুবলী’ ঋতব্রত, রয়েছেন অপরাজিতা, শান্তিলাল, অঞ্জনাও
বাংলায় ‘বাহুবলী’ তৈরি হলে ‘জুনিয়র বাহুবলী’ রূপে সংশ্লিষ্ট নেটিজেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee) কল্পনা করেছেন। অপরদিকে রাজমাতা, সাঙ্গা এবং কাটাপ্পা চরিত্রে তিনি দেখতে চেয়েছেন অঞ্জনা বসু (Anjana Basu), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এবং শান্তিলাল মুখোপাধ্যায়কে (Shantilal Mukherjee)। প্রসঙ্গত, বাংলায় সত্যি সত্যি ‘বাহুবলী’ আসবে কিনা তা এখনও জানা যায়নি। তবে যদি কোনোদিন টলিউডে ‘বাহুবলী’ তৈরি হয়, আর সেই ছবিতে যদি এই তারকাদের নেওয়া হয় তাহলে সেটা যে একেবারে জমে যাবে তা গ্যারান্টি।