Unbelievable Cheating In Exam Caught Video : পরীক্ষা দেওয়ার সময় কমবেশি টুকলি (Cheating) আমার সবাই করেছি। নিজের জীবনে কখনও টুকলি করেনি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব দুষ্কর। তবে এবার টুকলিকে ‘শিল্পের’ পর্যায়ে নিয়ে গেলেন এক পড়ুয়া (Student)। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল (Viral) হয়েছে ‘টুকলি শিল্পের’ ভিডিও। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
টুকলি নানান ভাবে করা হয়ে থাকে। কেউ হাতের তালুতে ছোট ছোট অক্ষরে উত্তর লিখে নিয়ে যায়, কেউ আবার শৌচালয়ে গোটা বই রেখে দিয়ে আসে। পরীক্ষা চলাকালীন বাথরুম যাওয়ার নাম করে অনেক শিক্ষার্থীই শৌচালয়ে রাখা বই দেখে আসেন। কিন্তু এবার এক ছাত্র যা করেছেন, তা হয়তো অনেকের কল্পনারও অতীত!
একেই বলা ‘টুকলি শিল্প’!
সম্প্রতি সমাজমাধ্যমে (Social Media) ‘টুকলি’র একটি ভিডিও (Video) ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, জলের বোতলের গায়ে উত্তর লিখে নিয়ে গিয়েছে এক ছাত্র। সেই উত্তর এমনভাবেই লেখা হয়েছে যা এক ঝলক দেখে বোঝাও যাচ্ছে না। খুঁটিয়ে দেখলে তখন বোঝা যাচ্ছে বোতলের গায়ে আসলে কী লেখা রয়েছে।
কীভাবে করা হয়েছে এই টুকলি?
‘টুকলি শিল্প’ একটি পানীয়ের বোতলের (Cold Drinks Bottle) গায়ে করা হয়েছে। এমনিতে বাজারে যেসব কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয় সেগুলির বোতলের লেবেলিংয়ের গায়ে নানান রকম তথ্য দেওয়া থাকে। ম্যানুফ্যাকচারিং ডেট থেকে শুরু করে দাম হয়ে, পানীয় তৈরির উপকরণ- প্রত্যেক বিষয়েই বোতলের গায়ে বিস্তারিত লেখা থাকে। সংশ্লিষ্ট ছাত্র সেই বিষয়টিকেই কাজে লাগিয়েছেন। একটি কোল্ড ড্রিঙ্কসের বোতলের লেবেলিংকেই সেই ছাত্র টুকলি হিসেবে ব্যবহার করেছেন।
কোথায় ঘটেছে এই ঘটনা?
সম্প্রতি একটি পেজ থেকে এই ‘টুকলি শিল্প’র ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, করিমপুর পান্নাদেবী কলেজে ঘটনাটি ঘটেছে। সম্পূর্ণ ঘটনায় সেই কলেজের শিক্ষরাও প্রচণ্ড অবাক হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। প্রায় সাড়ে তিন লাখ মানুষ এই ভিডিও দেখে নিয়েছেন। অনেকেই আবার ‘টুকলি শিল্পী’র প্রতিভার প্রশংসাও করেছেন!