• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দারুণ মানাবে, জি বাংলায় দুর্গা হচ্ছেন জনপ্রিয় এই টেলি অভিনেত্রী! নাম শুনেই খুশি দর্শকরা

প্রত্যেক বছর মহালয়া (Mahalaya) নিয়ে বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এক অলিখিত লড়াই চলতে থাকে। স্টার জলসা, জি বাংলা (Zee Bangla) নাকি কালার্স বাংলা- কোন চ্যানেলের মহালয়া সেরা তা নিয়ে তর্কবিতর্ক চলতে থাকে দর্শকদের মধ্যেও। এই বছর স্টার জলসায় কে মা দুর্গা (Maa Durga) হবেন সেই নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। এবার পালা জি বাংলার।

স্টার জলসায় কে হচ্ছেন মা দুর্গা?

   

কয়েকদিন আগেই জানা গিয়েছে, চলতি বছর স্টার জলসায় (Star Jalsha) মা দুর্গা হচ্ছেন টলি সুন্দরী কোয়েল মল্লিক (Koel Mallick)। দু’বছর পর ফের মহিষাসুরমর্দিনী রূপে কামব্যাক করছেন তিনি। এরপর থেকেই জি বাংলায় কে দুর্গা হবেন তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। অবশেষে প্রকাশ্যে চলে এল সেই নাম। কোনও টলি নায়িকা নয়, জি বাংলায় এবার মা দুর্গা হচ্ছেন তাদেরই এক সুপারহিট সিরিয়ালের নায়িকা।

Koel Mallick as Devi Durga, Star Jalsha Mahalaya 2023

মাকে নিয়ে চর্চা চরমে

স্টার জলসা এবং জি বাংলা- দুই চ্যানেলে মা দুর্গা কারা হচ্ছেন সেই নাম প্রকাশ্যে আসার পর থেকেই কে সেরা তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কাকে বেশি মানাবে? কেন বেশি মানাবে? এই সব কিছু নিয়ে আলোচনা চলছে। স্টার জলসায় কে মা দুর্গা হচ্ছেন তা তো আপনি এতক্ষণে জেনেই গিয়েছেন, চলুন তাহলে জি বাংলার অভিনেত্রীর নামও এবার জেনে নেওয়া যাক।

জি বাংলার মহিষাসুরমর্দিনী কে?

পরনে লাল বেনারসী, হাতে পদ্ম ফুল, চোখে-মুখে রয়েছে এক অদ্ভুত শান্তি, পরমুহূর্তেই আবার দেবীর ত্রিনয়ন থেকে উপচে পড়ছে ক্ষোভ। ঠিক এভাবেই ফের জি বাংলার পর্দায় মা দুর্গা রূপে ধরা দিতে চলেছেন ‘করুণাময়ী রানী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।

Zee Bangla Mahalaya 2023, Zee Bangla Maa Durga, Ditipriya Roy Maa Durga

দর্শকদের প্রতিক্রিয়া কেমন?

জি বাংলার মা দুর্গা হিসেবে দিতিপ্রিয়ার নাম প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকরা প্রচণ্ড খুশি হয়েছেন। এর আগেও মহিষাসুরমর্দিনীরূপে তাঁকে দেখেছেন সকলে। তবে শোনা যাচ্ছে, এবার নাকি আরও বড় চমক অপেক্ষা করছে। দেখা যাক, কী হয় সেই চমক। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, চলতি বছর জি বাংলার দুর্গা হিসেবে দিতিপ্রিয়ার নাম শোনা গেলেও, এই বিষয়ে অভিনেত্রী নিজে কিংবা চ্যানেল কর্তৃপক্ষ কেউই কোনও মন্তব্য করেনি।

site