West Bengal Kolkata Weather Update : পশ্চিমবঙ্গে (West Bengal) বৃষ্টি (Rain) শুরু হওয়ার পর থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। এই বৃষ্টি এই রোদ এমনভাবেই কাটছে সারাদিন। তবে আলিপুর আবহওয়া দফতরের (Alipur Weather Department) মতে এভাবেই চলবে আরও কয়েক দিন। রাজ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎপাত (Thunder Storm) সহ বৃষ্টি চলবে। তবে কিকাহ এলাকায় এই বৃষ্টিপাত কোমর সম্ভাবনাও রয়েছে।
হাওয়া অফিসের মতে, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টি সাথে বজ্রবিদ্যুৎপাত হতে পারে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার কম হলেও শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ ৩২.২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রির আশেপাশে থাকবে।
পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম মেদিনীপুরেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিগত কদিন ধরে হতে থাকা বৃষ্টি দেখে মৌসম ভবনের তরফ থেকে গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এক নাগাড়ে হওয়া বৃষ্টির জেরে বঙ্গবাসীর আশা ছিল তাপমাত্রা অনেকটাই কমে যাবে। কিন্তু সেটা হয়নি, বৃষ্টি হলেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি মত কমেছে। তবে আদ্রতাজনিত অস্বস্থি রয়েই গিয়েছে। চলুন এবার দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের আবহাওয়ার খবর দেখে নেওয়া যাক।
এবছর অতিভারী বৃষ্টির জেরে রীতিমত বিধস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। তবে বিগত কিছুদিন জলপাইগুড়ি ও দালীপুর দুয়ারে বৃষ্টি কমেছে। আজ অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আবারও বেশি। মালদা, দার্জিলিং সহ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের থেকে।