Srabanti Chatterjee Son Abhimanyu Chatterjee : শিশুশিল্পী হয়েই টলিউডে (Tollywood) পথচলা শুরু হয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)। খুব কম বয়সেই বিনোদন দুনিয়ার সঙ্গে পরিচিতি হয়ে গিয়েছিল তাঁর। এরপর খুব কম বয়সেই নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয় অভিনেত্রীর। কেরিয়ার যখন শুরু হচ্ছিল, ঠিক সেই সময়ই সাত পাকে বাঁধা পড়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি।
মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী। বিয়ের এক বছর হতে না হতেই অভিনেত্রীর কোল জুড়ে আসে তাঁদের সন্তান অভিমন্যু (Abhimanyu Chatterjee) ওরফে ঝিনুক। রাজীবের সঙ্গে বিয়ে না টিকলেও ছেলে (Son) শ্রাবন্তীর কাছেই থাকেন। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী একাধিকবার সঙ্গী পরিবর্তন করলেও, সবসময় ছেলেকে নিজের পাশে পেয়েছেন তিনি।
ঝিনুকের সঙ্গে কেমন সম্পর্ক শ্রাবন্তীর?
মাত্র ১৭ বছর বয়সে মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলেন শ্রাবন্তী। অপরদিকে ঝিনুকও খুব কম বয়স থেকেই মাকে টলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে দেখছেন। কাজের হাজার ব্যস্ততার মাঝেই ছেলেকে নিজে হাতে বড় করেছেন টলি সুন্দরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের সঙ্গে সম্পর্কে কথা বলার সময় শ্রাবন্তী বলেন, ঝিনুককে তিনি অনেক সময় দিতে পারেন না। তবে একসঙ্গে থাকার সুযোগ যদি পান তাহলে অবশ্যই থাকেন, একসঙ্গে তাঁরা ঘুরতেও যান।
মা-ছেলের সম্পর্ককে অন্য কোন ‘তকমা’ দিলেন শ্রাবন্তী?
ছেলে ঝিনুকের সঙ্গে নিজের সম্পর্কের রসায়ন সম্বন্ধে কথা বলার সময় শ্রাবন্তী বলেন, তাঁদের জীবনটা বেশ অন্যরকম। ছেলের সঙ্গে তাঁর বয়সের ফারাক খুব বেশি নয়। সেই জন্য নিজেদের সম্পর্কটাকে ‘ভাই বোন’র তকমা দেন টলি নায়িকা। ছেলের সঙ্গে মায়ের চেয়ে বেশি বন্ধুর মতো করে মেশেন তিনি।
শ্রাবন্তীর একাধিক বিয়ে নিয়ে কী মত ছেলে ঝিনুকের?
প্রসঙ্গত, এর আগে শ্রাবন্তী বলেছিলেন ছেলে ঝিনুক তাঁকে সোশ্যাল মিডিয়া ট্রোলকে পাত্তা না দেওয়ার পরামর্শ দেয়। পাশাপাশি মায়ের একাধিক বিয়ের বিষয়টিকেও অত্যন্ত স্বাভাবিকভাবে দেখে সে। অপরদিকে ছেলের প্রেমিকা দামিনীর সঙ্গেও অভিনেত্রীর সম্পর্ক বেশ ভালো। মাঝেমধ্যেই ‘হবু বৌমা’র সঙ্গে সময় কাটাতে দেখা যায় টলি ডিভাকে।