West Bengal Kolkata Weather Update : পশ্চিমবঙ্গে (West Bengal) বৃষ্টি (Rain) শুরু হওয়ার পর থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। বর্ষা দেরিতে শুরু হলেও বর্তমানে দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে। এবার এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Department) তরফ থেকে আবহাওয়ার পূর্বাভাস মিলল। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ব্যাপক বৃষ্টি হবে। বিশেষ করে ৮ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা (Rain Alart) জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়ার দফতরের আপডেট
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী মৌসুমী অক্ষরেখা আরও উত্তরের দিকে স্থান পরিবর্তন করছে। মালদা থেকে সরে বর্তমানে তা আছে কোচবিহারের ওপরে। শুধু তাই নয় ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের দিকেও রয়েছে। এর ফলে সোম-মঙ্গলবার প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে। তবে আরও বেশি বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন মাঝারি থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েই চলেছে। তার ওপর ঘূর্ণাবর্ত এসে বৃষ্টির পরিমান আরও বাড়িয়ে তুলতে সাহায্য করছে। আজ অর্থাৎ বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
অন্যদিকে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম সহ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টি হয়েই চলেছে। বিগত কয়েকদিন পরিমাণ কম থাকলেও আগামী শুক্রবার থেকেই বৃষ্টি আরও বাড়তে পারে। এছাড়াও গোটা দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
কলকাতার আজকের আবহাওয়া
কলকাতা সহ হাওড়া ও হুগলির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজকের রোর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি এর মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০-৯৪% এর মধ্যে থাকবে।