বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন রেজওয়ান রাব্বানী শেখ (Rezwan Rabbani Sheikh)। অভিনেতাকে শেষবার টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini) সিরিয়ালে নবাবের চরিত্রে। এই ধারাবাহিকে তিনি জুটি বেঁধেছিলেন ‘বরণ’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা দের বিপরীতে।তবে নবাব নন্দিনী শেষ হওয়ার পর থেকেই বর্তমানে অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি।
সম্প্রতি সিটি সিনেমার ইউটিউব চ্যানেলের সাথে এক খোলামেলা আড্ডায় বসে ছিলেন অভিনেতা। সেখানে তিনি জানিয়েছেন সিরিয়াল শেষ হওয়ার পর তার কাছে বাংলার পাশাপাশি সাউথ এবং হিন্দি উভয় ইন্ডাস্ট্রি থেকেই অভিনয়ের জন্য প্রস্তাব এসেছে। কিন্তু সেই সমস্ত চরিত্রগুলি সাথে নাকি নিজেকে কানেক্ট করতে পারছেন না। তাই আপাতত তিনি ফিরিয়ে দিয়েছেন সেই সমস্ত চরিত্র।
রেজওয়ান মনে করেন এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে রিলেশনশিপ নয়, কোলাবরেশন হয়! তাই দুজন মানুষের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে হাজির হয় সোশ্যাল মিডিয়া। কার রীল ভিডিওতে কত লাইক পড়ছে, কে কি পড়ছে কি খাচ্ছে সবটাই যেন একটা রেসের মতো চলতে থাকে। আর রেজওয়ান জানিয়েছেন তিনি কোনো রেসের মধ্যে থাকতে চান না।দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক নায়িকার সাথে নাম জড়িয়েছে রিজওয়ানের। তবে আজ পর্যন্ত নিজের ব্যক্তিগত জীৱন নিয়ে মুখ খোলেননি অভিনেতা।
আরও পড়ুনঃ বড় হতেই মুখের ওপর জবাব দিচ্ছে ছেলে! ‘দিদি নং ১’ এর মঞ্চেই আক্ষেপ প্রকাশ রচনার
আসলে তিনি নিজের ব্যক্তিগত জীবনটাকে আড়ালেই রাখতেই পছন্দ করেন। অভিনেতা মনে করেন জীবনে সাফল্য আসবে তত তারকাদের মাইক্রোস্ক্রোপের তলায় রেখে দেখা হবে। অভিনেতার কথায় ‘রিজওয়ানকে সবাই অভিনয়ের জন্য চেনেন। তাই সবাই অভিনয় নিয়েই কথা বলুক। আমাকে তো ব্যক্তিগতভাবে কেউ চেনেন না। তাহলে কেউ কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন? আমি চাই না আমার ব্যক্তিগত জীবনটা বিক্রি হোক’।
আরও পড়ুনঃ টলিউড নয়, বাংলার প্রতিভার কদর করছে করণ জোহর! বিস্ফোরক ‘খেলনা বাড়ি’র ‘ইন্দ্র’ বিশ্বজিৎ
তাই ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকা উচিত আর প্রফেশনাল লাইফ প্রফেশনাল থাকা উচিত বলেই জানিয়েছেন রেজওয়ান। অভিনেতার কথায় ‘তা না হলে সারাক্ষন ওই রেসেই ছুটতে হবে। যার কোনো শেষ নেই। একটা মানুষ কখনও সবাইকে সন্তুষ্ট করতে পারে না। সবার গুড বুকসে থাকা সম্ভব নয়। যারা আমায় ভালোবাসে তারা আমার কাজের জন্য আমায় ভালোবাসে। কোনো রেসে আমি যেতে চাই না।’