West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টিপাত (Rain) শুরুর পর থেকে কোথাও ভারী তো কোথাও অতিভারী বৃষ্টি হয়েই চলেছে। কিন্তু বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমেনি, সাথে আদ্রতাজনিত অস্বস্থি তো রয়েছেই। এরই মাঝে আবারও আবহাওয়ার ভোলবদল ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)।
যেমনটা জানা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বিক্ষিপ্তভাবে না নাও হতে পারে। বৃষ্টি কম হওয়ার দরুন দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গে আবার এর ঠিক উল্টোটাই হবে। আগামী সোমবার থেকেই তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ অর্থাৎ রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে।
এবার উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weaather) সম্পর্কে মৌসম ভবন জানাচ্ছে, বৃষ্টিপাত বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও এতে তাপমাত্রার ওপর কোনো প্রভাব পড়বে না সেভাবে।
অন্যদিকে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি নিয়ে সতর্ক করা হয়েছে। বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জলপাইগুড়ি, কোচবিহারে সতর্কতা জারি করা হয়েছে। তবে দুই মালদা জেলাতেই হালকা বা মাঝারি বর্ষণের সম্ভাবনা থাকছে।