• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়, তবে বাংলা অন্ত প্রাণ! ঊষা উত্থুপ কেন ‘ক’ লেখা টিপ পড়েন জানেন?

Usha Utup A bindi wearing reson : ভারতীয় সঙ্গীত জগতের (Indian Music) এক উজ্জ্বল নক্ষত্র হলেন ঊষা উত্থুপ (Usha Uthup)। তাঁর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সদাহাস্যময়, কোঁকড়া চুলের এক গায়িকার ছবি। তাঁর গাওয়া আইকনিক ‘কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা’ গানটি প্রায়ই গুনগুন করতে শোনা যায় সঙ্গীতপ্রেমী মানুষদের। জনপ্রিয় এই গায়িকা জন্মসূত্রে দক্ষিণ ভারতীয় হলেও বাংলার প্রতি তাঁর ভালোবাসা বারবার মুগ্ধ করেছে সকলকে।

ভিন্ন ধরণের গায়কীর জন্য শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয় ঊষা। এমন ভারী মহিলা কণ্ঠ চট করে শোনা যায় না। এই কণ্ঠস্বরই তাঁকে বাকি গায়িকাদের থেকে আলাদা করে তোলে প্রতিবার। বাংলা সহ বিভিন্ন ভাষায় সুপারহিট গান গাইলেও, বাংলা এবং কলকাতার (Kolkata) প্রতি আলাদাই টান রয়েছে গায়িকার। ‘ডার্লিং’ থেকে শুরু করে ‘হরি ওম হরি’ প্রচুর আইকনিক গান গেয়েছেন তিনি। নেপোটিজমের বলিউডে (Bollywood Nepotism) নিজের প্রতিভার জোরে স্থান করে নিয়েছেন এই গায়িকা।

   

Usha Uthup Bindi

এখন ঊষা উত্থুপের বয়স বেড়েছ, তবে তাঁর কণ্ঠ এখনও আগের মতোই রয়েছে। সেজেগুজে তিনি মঞ্চে উঠলে চোখ ফেরাতে পারেন না শ্রোতারা। উষার সাজের কথা উঠলেই যে প্রসঙ্গ আসবেই তা হল তাঁর কপালের আইকনিক ‘ক’ লেখা টিপ (Bindi)। আপনি কি কখনও ভেবে দেখেছেন তাঁর এমন স্টাইলের নেপথ্যের কারণ কী?

আসলে গায়িকার কপালের টিপে যে ‘ক’ অক্ষরটি লেখা থাকে সেটা আদতে কলকাতার আদ্যক্ষরকে বোঝায়। ঊষা উত্থুপের শহর কলকাতার প্রতি ভালোবাসা কারোর অজানা নয়। বহুবার কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে। এই ভালোবাসার টানেই তিনি ‘কলকাতা কলকাতা’ গেয়েছেন। আর সেই কারণেই নিজের কপালের টিপে তিলোত্তমার আদ্যক্ষরকে স্থান করে দিয়েছেন গায়িকা।

Usha Uthup

আসলে অনেকেই জানেন না, ঊষা উত্থুপের কেরিয়ারের শুরুর দিকের সংগ্রামের অনেকখানি জুড়ে রয়েছে শহর কলকাতা। দক্ষিণ ভারতীয় হলেও এই শহরের এই নামী রেস্তোরাঁয় গান গেয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। আজ এত সফল হয়ে গেলেও তাই কলকাতাকে ভুলতে পারেননি গায়িকা।

কেরিয়ারের শুরুতে পার্ক স্ট্রিটের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় গান গাইতেন ঊষা উত্থুপ। এছাড়া দিল্লির একটি নাইট ক্লাবেও গান গেয়েছেন তিনি। তাও আবার শাড়ি পরে। একদিন ঊষার গান শুনে মুগ্ধ হয়ে যান বলিউড সুপারস্টার দেব আনন্দ। তিনিই গায়িকাকে বলিউডে গান গাওয়ার প্রস্তাব দেন। বাকিটা তো সকলেরই জানা।

site