সোশ্যাল মিডিয়ায় রোজই কোনও না কোনও অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এর মধ্যে কোনও চোখের ধাঁধায় সংখ্যা খুঁজতে হয়, কোনোটায় খুঁজে বের করতে হয় কোনও প্রাণী, জিনিস বা অবয়ব। আজকেও আপনাদের জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে আসা হয়েছে যা সমাধান করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে নেটিজেনদের।
সম্প্রতি সমাজমাধ্যমে (Social Media) আলোড়ন সৃষ্টি করেছে একটি অপটিক্যাল ইলিউশন। ভাইরাল (Viral) সেই চোখের ধাঁধা মাত্র ৭ সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে। ঘড়ি ধরে ৭ সেকেন্ডের মধ্যে এই চ্যালেঞ্জ সমাধান করতে গিয়েই অনেকে ব্যর্থ হয়েছেন। হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন সকলে।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া চোখের ধাঁধায় একটি পার্টির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আলো ঝলমলে সেই পার্টিতে (Party) চুটিয়ে মজা করছেন প্রত্যেক অতিথি। সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। তবে তাদের মাঝেই লুকিয়ে রয়েছে একটি চোর (Thief)। আর সেই চোরটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। দেখুন তো আপনি চোরটিকে খুঁজে পান কিনা?
ভাইরাল এই অপটিক্যাল ইলিউশন সমাধান করার জন্য ঘড়ি ধরে ৭ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি এই চোরটিকে খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনার দৃষ্টিশক্তি এবং বুদ্ধি দুইয়েরই তারিফ করতে হয়। কিন্তু না পেয়ে থাকলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য চোরটিকে হাইলাইট করে দিচ্ছি।
প্রথমে ঠাণ্ডা মাথায় আপনি চোখের ধাঁধাটিকে একবার দেখুন। তাহলে আপনি দেখতে পাবেন, পার্টিতে উপস্থিত সকলে নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত থাকলেও একজন ব্যক্তি পার্টিতে উপস্থিত এক অতিথির ব্রেসলেট নেওয়ার চেষ্টা করছেন। সেই ব্যক্তিই হলেন অপরাধী।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চোখের ধাঁধা সমাধান করা হলে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত হয়। পাশাপাশি বুদ্ধির তীক্ষ্ণতা তথা আইকিউ লেভেল পরীক্ষা করারও একটি দারুণ উপায় হল অপটিক্যাল ইলিউশন সমাধান করা। এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত চোখের ধাঁধা সমাধান করতে ভালোবাসেন। শুধু গুণাগুণের জন্যে নয়, তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। আর সেই জন্যই নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধান করতে বসে পড়েন।