• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতার কাছেই একটুকরো স্বর্গ! এই পাহাড়ি গ্রামে একবার গেলে আপনি প্রেমে পড়বেন গ্যারেন্টি

Published on:

Offbeat travel destination visit Chalsa in Dooars

Offbeat Hill Stations for Travel: পাহাড়ে (Mountain) ঘুরতে যেতে (Travel Destination) কমবেশি আমরা অনেকেই ভালোবাসি। আর বাঙালি ভ্রমণপিপাসু মানুষদের কাছে পাহাড়ে যাওয়ার কথা উঠলেই তাঁদের মাথায় দার্জিলিংয়ের নাম প্রথমে আসে। সেই জন্য প্রায় সারা বছরই এই হিল স্টেশন পর্যটকদের ভিড়ে থিকথিক করে। এই ভিড় থেকে বাঁচতে অনেকে এখন তাই নানান অফবিট পাহাড়ি গ্রামে (Offbeat Hill Station) ঘুরতে চলে যান।

আজকের প্রতিবেদনেও আপনাদের জন্য এমনই একটি অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রামের হদিশ তুলে ধরা হল। কয়েকদিন ছুটি নিয়ে সেই গ্রাম থেকে আপনি অনায়াসে ঘুরে আসতে পারন। নদীর জলে পা ডুবিয়ে আপনার শরীর এবং মন- দুই-ই জুড়িয়ে নিতে পারেন। এমন স্বর্গীয় অনুভূতি লাভের জন্য আপনা চলে আসতে হবে ডুয়ার্স (Dooars)।

Travel destination, Chalsa Dooars

এখন নিশ্চয়ই আপনি ভাবছেন, বর্ষাকালে তো ডুয়ার্সের জঙ্গল বন্ধ থাকে, তাহলে? আপনি যে কথাটা ভাবছেন সেটা একেবারেই ঠিক। তবে এটাও তো মানতে হবে ডুয়ার্স মাসে শুধুই জঙ্গল নয়। জঙ্গল ছাড়াও ডুয়ার্সের একটা অন্য রূপ রয়েছে। চালসাও (Chalsa) এমনই একটি জায়গা।

একেবারে পাহাড়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্সের এই গ্রাম চালসা। এখানে দু’টি অচেনা নদী এসে মিশেছে। খাতের মধ্যে দিয়ে উচ্ছল গতিতে নদী দু’টি নিজের পথে বেয়ে চলেছে। একদিকে রয়েছে পাহাড়ি নদী, অন্যদিকে পাথরখণ্ড- সব মিলিয়ে এক মায়াবী অনুভূতি হবে চালসায়।

আরও পড়ুনঃ নিমেষে উধাও সব ক্লান্তি! একদিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই ৬ জায়গা থেকে

Travel destination, Chalsa Dooars

নদীর একদিকে তাকালে আপনি দেখতে পাবেন চা বাগান, অন্যদিকে তাকালে জঙ্গল। আর তারই মাঝে রয়েছে এক টুকরো উপত্যকা। সেই উপত্যকাতেই আবার রয়েছে একটি রেস্তোরাঁ। এখানে বসেই আপনি পুরো জায়গায় সৌন্দর্য চুটিয়ে উপভোগ করতে পারবেন। প্রতিবেদনে চালসার বর্ণনা শুনে এবং ছবি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটি ঠিক কতখানি সুন্দর?

আরও পড়ুনঃ এ যেন মাটিতেই স্বর্গরাজ্য! রইল কলকাতার কাছেই ঘোরার জন্য ‘মিনি অ্যামাজন’ এর হদিশ

Travel destination, Chalsa Dooars

চালসাকে ‘ডুয়ার্সের গেটওয়ে’ বলা হয়। এখানে গেলে পাহাড় এবং সমভূমির এক অপূর্ব মিশ্রণ দেখতে পাবেন আপনি। সেই সঙ্গেই উপভোগ করতে পারবেন চা বাগান, পাহাড়ি নদী এবং জঙ্গলের সৌন্দর্য। তাই আপনি যদি প্রকৃতির কোলে নিরিবিলিয়ে কয়েকটা দিন কাটাতে চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন ডুয়ার্সের চালসা থেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥