বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে খুব কম সময়ের মধ্যেই আকাশছোঁয়া সাফল্য পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। সুপারহিট ‘আশিক বানায়া আপনে’ (Aashiq Banaya Aapne) সিনেমার হাত ধরে রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরুতে সাফল্য পেলেও অবশ্য দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে পারেননি এই বাঙালি নায়িকা। এখন ইন্ডাস্ট্রি থেকে দূরে তিনি কী করেন জানেন?
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী (Bollywood Actress) এসেছিলেন যারা খুব কম সময়ের মধ্যেই গগনচুম্বী সাফল্য পেয়েছিলেন। আবার আচমকা উধাও-ও হয়ে গিয়েছেন। তবে এই কম সময়ের মধ্যেই দর্শকদের মনে নিজেদের স্বতন্ত্র পরিচিতি তৈরি করে নিয়েছেন তাঁরা। তাই পর্দায় দেখা না গেলেও দর্শকরা তাঁদের ভুলে যাননি। এমনই একজন অভিনেত্রী হলেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তনুশ্রী।
১৯৮৪ সালে জামশেদপুরের একটি বাঙালি পরিবারে জন্ম হয় তনুশ্রীর। মাত্র ২০ বছর বয়সে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন তিনি। এরপর বিশ্বসুন্দরী প্রতিযোগিতাতেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই বঙ্গ তনয়া। এরপর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তনুশ্রী।
২০০৫ সালে বলিউডে পা রাখেন এই প্রাক্তন ‘মিস ইন্ডিয়া’। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তনুশ্রী। এর পরের ৫ বছর তনুশ্রীর ডিম্যান্ড ছিল তুঙ্গে। ‘ভাগম ভাগ’, ‘ঢোল’, ‘চকোলেট’, ‘গুড বয় ব্যাড বয়’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি।
তনুশ্রীকে শেষ দেখা গিয়েছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে। এরপর ২০১৮ সালে যখন বলিউডে ‘মিটু’ আন্দোলনের ঝড় উঠেছিল, সেই সময় অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইমলাইটে চলে আসেন এই বঙ্গ তনয়া।
তনুশ্রী অভিযোগ করেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে’ সিনেমার শ্যুটিংয়ের সময় নানা পাটেকর তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। তিনি সেই আচরণের প্রতিবাদ করায় তাঁকে একটি গান থেকে দেওয়া হয়। এরপর থেকে আস্তে আস্তে অভিনয়ের সুযোগ আসাও কমতে থাকে। তবে শোনা যাচ্ছে, এত বছর বলিউড থেকে দূরে থাকার পর আবার অভিনয়ে ফিরতে চলেছেন তনুশ্রী।