• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতের বাইরেও এই দেশে রয়েছে দ্বিতীয় তাজমহল! ১৩০ বছর পুরোনো এই স্থানের অজানা কাহিনী জানেন?

All you need to know about Nepal’s Taj Mahal Ranighat Palace: ভারতের গর্ব, ভালোবাসার প্রতীক বলা হয় তাজমহলকে (Taj Mahal)। মুমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এই মহল নির্মাণ করেছিলেন শাহজাহান। আজও এই প্রাসাদ দেখতে সারা বিশ্ব থেকে অগুণতি লোক ছুটে আসেন। তবে আপনি কি জানেন, শুধুমাত্র ভারতেই নয়, নেপালেও তাজমহল (Nepal’s Taj Mahal) রয়েছে!

হ্যাঁ, ঠিকই দেখছেন। রানি মহল (Rani Mahal) বা রানীঘাট প্রাসাদ (Ranighat Palace) নেপালের পালপা জেলার কালী গন্ডকী নদীর তীরে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক রানা প্রাসাদ। অনেকেই হয়তো জানেন না, এটিকে নেপালের তাজমহলও বলা হয়। কারণ তাজমহলের মতো এই রানি মহলও একজন রানীর স্মৃতিতেই বানানো হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক প্রায় ১৩০ বছর পুরনো এই প্রাসাদের গৌরবময় ইতিহাস।

   

Nepal's Taj Mahal, Ranighat Palace, Rani Mahal

জেনারেল খড়গ শমসের জং বাহাদুর রানা ১৯৯৩ সালে এই প্রাসাদটি তৈরি করেছিলেন। একজন ব্রিটিশ স্থপতি এই প্রাসাদের নকশা করেছিলেন। শোনা যায়, নেপালের এই প্রাসাদ নির্মাণের জন্য ভারত থেকে শ্রমিক নিয়ে যাওয়া হয়েছিল। শুধু তাই নয়, তাঁদের দিয়ে জোর করে এই কাজ করানো হয়েছিল বলেও জানা যায়।

১৯৯৩ সালে তৈরি হওয়া এই রানি মহল বহুদিন ধরে অযত্নে পড়েছিল। সেই কারণে ২০১৭ সালে নেপাল সরকারের তরফ থেকে প্রাসাদটি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে সরকারের তরফ থেকে বাজেটও বরাদ্দ করা হয়।

Nepal's Taj Mahal, Ranighat Palace, Rani Mahal

শোনা যায়, দুর্দান্ত সুন্দর এই প্রাসাদ তৈরি করতে প্রায় ৪ বছর সময় লেগেছিল। নেপালের তাজমহল নামে খ্যাত এই প্রাসাদে বেশ কয়েকটি ঘাট আছে। রানা এই ঘাটগুলির নাম রেখেছিলেন রানী ঘাট এবং পাশে যে বন রয়েছে সেটির নাম রাখেন রানী বন।

Nepal's Taj Mahal, Ranighat Palace, Rani Mahal

কালী গন্ডকী নদীর অবস্থিত এই রানীঘাট প্রাসাদে একটি জাদুঘরও স্থাপিত হয়েছে। জেনারেল খড়গ শমসের জং বাহাদুর রানা তাঁর রানীর সমাধিস্থলকে তীর্থস্থানে পরিণত করার শেষ ইচ্ছা বাস্তবায়িত করার জন্যই এই বিরাট সুন্দর প্রাসাদ তৈরি করেছিলেন। তবে এত শখ করে এই প্রাসাদ বানালেও ১৯০২ সালে রানা পরিবার সহ ভারতে চলে এসেছিলেন বলে শোনা যায়।

site