সদা ব্যস্ত এই জীবনে এক সপ্তাহের ছুটিতে (Travel) কোথাও ঘুরতে যাওয়া অলীক স্বপ্নের মতো একটি বিষয়। সেই জন্য এমন অনেক মানুষ রয়েছেন যারা দু-একদিনের ছুটিতে কলকাতার (Kolkata) কাছাকাছি নানান ট্রাভেল ডেস্টিনেশনে (Travel Destination) ঘুরতে যেতে চান। আজকের প্রতিবেদনে কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বের এমনই ৬ অফবিট ট্রাভেল ডেস্টিনেশনের (Offbeat Travel Destination) হদিশ তুলে ধরা হল।
গোলপাতার জঙ্গল (Golpata Jungle) : সুন্দরবনে না গিয়েও যদি আপনি সুন্দরবনের অনুভূতি পেতে চান তাহলে গোলপাতার জঙ্গলে যেতে পারেন। উত্তর ২৪ পরগণার টাকিতে অবস্থিত এই জায়গার পাশ দিয়েই বয়ে গিয়েছে ইছামতী নদী, আর ওপারেই রয়েছে বাংলাদেশ। আপনি চাইলে নৌকা করে বাংলাদেশের কাছে যেতে পারেন। তবে নিজের পরিচয়পত্র রাখতে কিন্তু ভুলবেন না। গোলপাতার জঙ্গলে যেতে হলে আপনি শিয়ালদহ থেকে লোকাল ট্রেন ধরে টাকি রোড স্টেশনে চলে যান। এরপর সেখান থেকে অটো অথবা রিক্সা ধরে গোলপাতার জঙ্গল।
পিয়ালি আইল্যান্ড (Piyali Island) : আপনি যদি শান্ত-নিরিবিলি কোনও জায়গায় কয়েকটা দিন কাটাতে চান তাহলে পিয়ালি আইল্যান্ডে চলে যেতে পারেন। মাতলা আর পিয়ালি নদীর মাঝে অবস্থিত এই আইল্যান্ডে যেতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেনে ধরে ক্যানিং যেতে হবে। এরপর ট্রেকার করে হেরোভাঙা হয়ে পিয়ালি আইল্যান্ডে চলে যেতে হবে।
আছিপুর (Achipur) : বজবজের কাছাকাছি এই জায়গায় চাইনিজরা থাকেন। শোনা যায়, এটা ভারতের সবচেয়ে প্রথম বড় কলোনি। আপনার যদি চাইনিজ সংস্কৃতি এবং খাবারে আগ্রহ থাকে তাহলে আছিপুর চলে যেতে পারেন। এখানে যেতে হলে শিয়ালদহ থেকে ট্রেন ধরে বজবজ যেতে হবে। এরপর সেখান থেকে অটো ধরে আছিপুর।
চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি (Chintamanikar Bird Sanctuary) : আপনি যদি পাখিপ্রেমী মানুষ হন তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে আদর্শ। এখানে গেলে বিভিন্ন ধরণের পাখির পাশাপাশি ফার্ন, অর্কিড, প্রজাপতি দেখতে পাবেন। চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে রথতলা বাসস্টপ থেকে হেঁটে ১৫০ মিটার দূরত্বে অবস্থিত।
চন্দ্রকেতুগড় (Chandraketugarh) : কলকাতার কাছাকাছি একটি প্রত্নতাত্ত্বিক পর্যটন স্থান হল চন্দ্রকেতুগড়। এখানে প্রায় ২৫০০ বছর পুরনো চন্দ্রকেতু সাম্রাজ্যে ধ্বংসাবশেষ দেখতে পাবেন। এছাড়া এখানে টেরাকোটা মন্দির, তামার মূর্তি, মুদ্রা রয়েছে। এখানে যেতে হলে শিয়ালদহ থেকে ট্রেন ধরে বারাসাত যেতে হবে। এরপর সেখান থেকে দেগঙ্গা।
কলকাতা সর্প উদ্যান (Cancutta Snake Park) : ১৯৭৭ সালে তৈরি হয়েছিল এই সর্প উদ্যানটি। কলকাতার কাছাকাছি দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হল এটি।
২ একর জুড়ে তৈরি হওয়া এই স্থানে গেলে আপনি নানান ধরণের সাপ সহ বিভিন্ন ধরণের কুমির দেখতে পাবেন। কলকাতা সর্প উদ্যানে যেতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেন ধরে মধ্যমগ্রাম যেতে হবে। এরপর সেখান থেকে অটো ধরে যেতে হবে গন্তব্যে।