• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমায় অপমান করা মানুষদের অনুশোচনা হবে! নাম না করেই অভিষেককে নিয়ে বিস্ফোরক ‘মিঠাই’র শ্রীতমা

Published on:

Mithai serial Sritama actress Diya Mukherjee opens up about her personal life

বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী (Bengali Serial Actress) হলেন দিয়া মুখোপাধ্যায় (Diya Mukherjee)। একাধিক বাংলা সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। নায়িকা হোক বা পার্শ্ব চরিত্র- নিজের পরিণত অভিনয়ের মাধ্যমে বারবার সকলকে মুগ্ধ করেছেন তিনি। সম্প্রতি সেই দিয়াই নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন।

‘সীমারেখা’ থেকে শুরু করে ‘নেতাজি’ হয়ে ‘মিঠাই’ (Mithai) একাধিক জনপ্রিয় সিরিয়ালে দিয়াকে দেখেছেন দর্শকরা। বিশেষত ‘মিঠাই’ সিরিয়ালে শ্রীতমা (Sreetama) চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সিরিয়াল শেষ হতেই ‘ভালোবাসার ১০০টি উপায়’ বানে একটি মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন দিয়া। এই প্রোজেক্টে কাজ করে যেমন দিয়া খুশি, তেমনই আনন্দিত তাঁর অনুরাগীরা।

Diya Mukherjee, Diya Mukherjee short film, Mithai and Sritama

দিয়াকে এতদিন মূলত সিরিয়ালেই দেখেছেন দর্শকরা। ‘সীমারেখা’ ধারাবাহিকে অভিনেতা অভিষেক বসুর (Abhishek Bose) বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ব্যাপক জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি। শোনা যায়, সেখান থেকেই অভিষেক-দিয়ার প্রেমের সূত্রপাত। এরপর ফের ‘নেতাজি’ সিরিয়ালে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

শুরু থেকেই নিজেদের সম্পর্ককে আড়াল করেননি অভিষেক-দিয়া। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান আদুরে পোস্ট শেয়ার করতে দেখা যেত তাঁদের। তবে হঠাৎই চেঙ্গে যায় তাঁদের সম্পর্ক। জানা যায়, দু’জনের পরিবারের মতের অমিলের জন্যই বিচ্ছেদের পথে হাঁটেন অভিষেক-দিয়া।

Abhishek Bose and Diya Mukherjee, Diya Mukherjee interview

এই মুহূর্তে অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিষেক। তবে দিয়া এখনও সিঙ্গেলই রয়েছেন। অভিনেত্রী এই প্রসঙ্গে বলেন, কোনও সম্পর্কে জড়ালে তিনি নিজের সবটুকু উজাড় করে দেন। সেই মানুষটা ছাড়া আর কোনও কিছুতেই মনোনিবেশ করতে পারেন না। আর এটা কেরিয়ারের জন্য ভীষণ খারাপ। সেই জন্য এই মুহূর্তে স্রেফ নিজের কেরিয়ারের ওপরেই ফোকাস করতে চান তিনি।

পাশাপাশি দিয়া বলেন, তিনি একেবারেই প্রতিশোধ প্রবণ মানুষ নন। কেউ যদি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে তিনিও পাল্টা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করায় বিশ্বাস করেন না। ‘মিঠাই’র শ্রীয়ের কথায়, নিজের কাজের মাধ্যমে তিনি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে চান যেখানে তাঁকে অপমান করা মানুষগুলোর মধ্যেই অনুশোচনা বোধ তৈরি হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥