• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ মাসেই লালবাতি, রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক!

This Zee Bangla Bengali serial might end soon : সাম্প্রতিক অতীতে স্টার জলসা এবং জি বাংলার (Zee Bangla) পর্দায় একাধিক নতুন সিরিয়াল (Bengali Serial) শুরু হয়েছে। যার ফলে সময়ের আগেই পথচলা শেষ হয়েছে প্রচুর পুরনো জনপ্রিয় সিরিয়ালের। সম্প্রতি যেমন ‘মিঠাই’, ‘মেয়েবেলা’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে ইতি পড়েছে। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে আরও এক জনপ্রিয় সিরিয়ালের নাম।

যে কোনও ধারাবাহিক কত দিন চলবে তা নির্ধারণ করে সেই সিরিয়ালের টিআরপি। টিআরপি ভালো থাকলে বছরের পর বছর ধরে ধারাবাহিক সম্প্রচারিত হতে থাকে। আর যদি টিআরপি কম থাকে, তাহলে কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায় সিরিয়াল। সেই জায়গায় দর্শকদের মন জয় করতে নিয়ে আসা হয় নতুন ধারাবাহিক।

   

Guddi and Mukut, Bengali serial ending

টিআরপির অভাবে সাম্প্রতিক অতীতে স্টার জলসা এবং জি বাংলার একাধিক নতুন সিরিয়াল শেষ হয়েছে। সেই সঙ্গেই গুঞ্জন শোনা যাচ্ছে, আরও বেশ কয়েকটি ধারাবাহিক নাকি বন্ধ হতে চলেছে। ইতিমধ্যেই শোনা গিয়েছে, স্টার জলসার ‘গুড্ডি’ এবং জি বাংলার ‘মুকুট’ শেষ হতে চলেছে।

এই মুহূর্তে এই দুই সিরিয়ালের টিআরপি একেবারে তলানিতে। এবার শোনা যাচ্ছে, চলতি মাসেই পথচলা শেষ হচ্ছে আরও এক সিরিয়ালের। সেই ধারাবাহিকের নাম প্রকাশ্যে আসতেই মন খারাপ হয়ে যায় সকলের। এখন নিশ্চয়ই ভাবছেন অকালে শেষ হয়ে যাচ্ছে কোন ধারাবাহিক?

Zee Bangla Bengali serial, Tomar Khola Hawa

তাহলে বলে রাখি, শোনা যাচ্ছে, চলতি মাসে বন্ধ হতে চলেছে স্বস্তিকা দত্তের সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। শুরু থেকেই এই সিরিয়াল দর্শকমনে সেভাবে ছাপ ফেলতে পারেনি। গত বছর ডিসেম্বর মাসে সম্প্রচার শুরু হয়েছিল এই ধারাবাহিকের। তিন মাসের মধ্যেই স্লটহারা হয় এই সিরিয়াল।

এরপর থেকে দুপুরের স্লটে সম্প্রচারিত হচ্ছিল এই সিরিয়াল। তবে সেখানেও টিআরপি পায়নি। সেই জন্য একপ্রকার বাধ্য হয়েই কঠোর সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই মাসেই সিরিয়ালের অন্তিম পর্বের শ্যুটিং হয়ে যাবে। তবে এখনও অবশ্য চ্যানেলের তরফ থেকে এই বিষয়ে অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।

site