Mahesh Babu daughter Sitara unknown facts : দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের (South Indian Actor) মধ্যে একজন হলেন মহেশ বাবু (Mahesh Babu)। এখন অবশ্য তাঁর জনপ্রিয়তা শুধুমাত্র সাউথেই সীমাবদ্ধ নেই, বরং তিনি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছেন। মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকারও একসময়কার নামী নায়িকা। বাবা-মায়ের দেখানো পথে হেঁটে বিনোদন দুনিয়ায় পা রেখেছেন তাঁদের মেয়ে (Mahesh Babu Daughter) সিতারা (Sitara)।
শুধুমাত্র সাউথ সুপারস্টার মহেশ বাবুর মেয়ে হিসেবেই নয়, সোশ্যাল মিডিয়ায় স্বতন্ত্র পরিচিতি গড়ে উঠেছে সিতারার। এখন তাঁর বয়স সবে ১১ বছর। কিন্তু এখন থেকেই বেশ বোঝা যাচ্ছে একদিন বিনোদন দুনিয়া কাঁপাবেন তিনি। বাবা অভিনয় জগতের নামী তারকা হলেও সিতারা মডেলিংকে বেছে নিয়েছে। ইতিমধ্যেই নিউ ইয়র্কের আইকনিক টাইম স্কোয়্যার বিলবোর্ডেও স্থান করে নিয়েছে সে।
বয়স মাত্র ১১ বছর হলেও এখন থেকেই মডেলিংয়ের দুনিয়ার জনপ্রিয় মুখ হয়ে উঠেছে মহেশ বাবুর মেয়ে। সেই জন্য মোটা টাকা পারিশ্রমিকও পেয়েছে সে। সিতারা পারিশ্রমিক হিসেবে কত টাকা পেয়েছে শুনলে ভিরমি খাবে আমজনতা।
গত ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিন টাইম স্কোয়্যারের বিলবোর্ডে মহেশ বাবুর মেয়ের ছবি ফুটে উঠেছিল। মাত্র ১১ বছর বয়সে সিতারা এই কৃতিত্ব অর্জন করায় গর্বে বুক ভরে গিয়েছিল মহেশ বাবু এবং নম্রতার। সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘তুমি টাইম স্কোয়্যারের ঔজ্জ্বল্য বাড়িয়েছ। নিজের দীপ্তি এভাবেই চারিদিকে ছড়াতে থাকো’।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গয়নার এই বিজ্ঞাপনটি করে ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সিতারা। তবে জীবনের প্রথম উপার্জনের এই টাকা নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য রাখেনি সে। বরং সম্পূর্ণ অর্থটাই একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করে দিয়েছে মহেশ বাবুর কন্যা।
প্রসঙ্গত, ২০০৫ সালে মহেশ বাবু এবং নম্রতা গাঁটছড়া বাঁধেন। বিয়ের আগে অবধি বলিউডে চুটিয়ে কাজ করেছেন নম্রতা। তবে বিয়ের পর অভিনয় জগতকে বিদায় জানান তিনি। বিয়ের এক বছরের মাথায় এই তারকাজুটির ঘর আলো করে আসে তাঁদের ছেলে গৌতম। তার পাঁচ বছরের মাথায় আসে ফুটফুটে সিতারা।