Skin Care in Monsoon to get Golden Glow: বর্ষাকাল (Monsoon) এলেই নানান রকম ত্বকের সমস্যা (Skin Problem) দেখা দেয়। র্যাশ থেকে শুরু করে চুলকানি- বৃষ্টি বাদলের এই মরসুমে একাধিক প্রবলেম ফেস করতে হয় আমাদের। সেই জন্য বিশেষজ্ঞরা বলেন, বর্ষাকালে ত্বক পরিষ্কার (Skin Care) রাখার পাশাপাশি ত্বকের এক্সফোলিয়েশনেরও দরকার হয়। সেই সঙ্গেই একটি স্কিন কেয়ার রুটিও মেনে চলতে হয়। প্রত্যেক রাতে নাইট ক্রিম (Night Cream) ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এখন বাজারে একাধিক ব্র্যান্ডের নাইট ক্রিম কিনতে পাওয়া যায়। তবে সেসব ক্রিমে অনেকসময় রাসায়নিক ব্যবহার করা হয়। যাতে আদতে ত্বকের ক্ষতি হয়, হারায় জেল্লা। সেই জন্য ত্বকের জেল্লা (Glowing Skin) ধরে রাখতে অনেকে যারা ঘরোয়া নাইট ক্রিমের ওপরেই আস্থা রাখেন। আজকের প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে সহজ উপায়ে কীভাবে নাইট ক্রিম (Homemade Night Cream) বানানো যায়।
নাইট ক্রিম বানানোর উপকরণ:
১) অ্যালোভেরা জেল
২) গোলাপ জল
৩) রোজ এসেনশিয়াল অয়েল
৪) ভিটামিন ই অয়েল
কীভাবে বানাবেন?
প্রথমে একটি পাত্রে পরিমাণ অনুযায়ী অ্যালোভেরা জেল নিন। এরপর এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণ খুব পাতলা যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। দু’টি উপাদান ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। সব শেষে কয়েক ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল যোগ করে নিন।
ক্রিম তৈরি করার পর আপনি এটি প্রায় সপ্তাহ খানেক ব্যবহার করতে পারেন। সেই জন্য এই ক্রিম প্রচুর পরিমাণে তৈরি না করে অল্প পরিমাণে তৈরি করুন। আপনি চাইলে এই ফেস ক্রিম কাঁচের শিশিতে সংরক্ষণ করে রাখতে পারেন।
কীভাবে ব্যবহার করবেন?
দিনের বেলা ঘুম থেকে উঠে আমরা যেমন মুখ-হাত পরিষ্কার করি, তেমনই রাতে ঘুমোতে যাওয়ার আগেও এটা করা উচিত। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ফেস ওয়াশ করুন। এতে ত্বকের যাবতীয় নোংরা চলে যাবে। মুখ ধোওয়া হয়ে গেলে টোনার লাগিয়ে নিন। সব শেষ মুখে নাইট ক্রিম নাগান। অবশ্য শুধু মুখ নয়, আপনি চাইলে এই ক্রিম গলায় এবং হাতেও ব্যবহার করতে পারেন। সপ্তাহ খানেক ব্যবহার করার পর নিজের চোখেই আপনি রেজাল্ট দেখতে পাবেন।