Hema Malini busted Casting Couch of Bollywood Directors: বলিউডের (Bollywood) ‘ড্রিম গার্ল’ বলা হয় হেমা মালিনীকে (Hema Malini)। নিজের সৌন্দর্যের মাধ্যমে দর্শকদের তো বটেই, একাধিক বলিউড নায়কেরও মন চুরি করেছিলেন তিনি। এখন ৭০ পেরিয়েছে তাঁর বয়স। তবুও তাঁর গ্ল্যামার, রূপ দেখে সেকথা বোঝা মুশকিল। সম্প্রতি এই অভিনেত্রীই বলিউডের এক নামী পরিচালকের (Director) নোংরামি নিয়ে মুখ খুলেছেন।
বিনোদন দুনিয়ার ‘কাস্টিং কাউচ’র (Casting Couch) কথা কারোর অজানা নয়। সময়ে অসময়ে একাধিক তারকা এই নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন বর্ষীয়ান অভিনেত্রী হেমা। কীভাবে এক সিনেমায় সুযোগ পাওয়ার জন্য তাঁকে এক পরিচালকের নোংরামির শিকার হতে হয়েছিল তা জানান বর্ষীয়ান অভিনেত্রী।
সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন হেমা। অভিনেত্রী জানান, একটি দৃশ্যের শ্যুটিংয়ের সময় একজন পরিচালক তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন। কী ছিল সেই কুপ্রস্তাব? সেটাও জানান অভিনেত্রী।
হেমা বলেন, তিনি পরিচালককে বলেছিলেন তাঁর শাড়ি (Saree) পিন (Pin) করতে হবে, নাহলে হাওয়া দিলে তাঁর শাড়ি উড়ে যেতে পারে। সেকথা শুনে নাকি পরিচালক বলেছিলেন, সেটাই তো চাই। অভিনেত্রীর কথায়, ‘উনি (পরিচালক) একটি দৃশ্য শ্যুট করতে চাইছিলেন। আমি সবসময় নিজের শাড়িতে পিন লাগিয়ে রাখি। আমি ওনাকে বলেছিলাম, ‘শাড়ি নীচে পড়ে যাবে’। তারপর উনি বলেন, আমি তো সেটাই চাই’।
একই সাক্ষাৎকারে হেমা জানান, ‘সত্যম শিবম সুন্দরম’ ছবির জন্য রাজ কাপুর প্রথমে তাঁকেই নিতে চেয়েছিলেন। হেমা বলেন, ‘উনি (রাজ কাপুর) বলেছিলেন এটা (সত্যম শিবম সুন্দরম) এমন একটা সিনেমা যেটা তুমি করবে না। তবে আমি চাই তুমি এটা করো’।
প্রসঙ্গত, একসময় নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে রাজত্ব করলেও এখন হেমাকে খুব একটা বড়পর্দায় দেখা যায় না। দর্শকদের প্রিয় ‘ড্রিম গার্ল’ এখন সিনেদুনিয়া থেকে দূরত্ব তৈরি করে নিয়েছেন। ফের কবে তাঁকে পর্দায় দেখা যাবে সেটার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।