Shah Rukh Khan’s Dunki’ Made Huge Money even before release: বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত সিনেমা হল ‘ডানকি’ (Dunki)। চলতি বছর ‘কিং খান’র তিনটি সিনেমা রিলিজ করার কথা ছিল। এর মধ্যে বছরের শুরুতেই ‘পাঠান’ রিলিজ করে গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। এরপর বছরের শেষে আসবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এই সিনেমাই রিলিজের আগে রেকর্ড ব্রেকিং আয় করে সকলকে চমকে দিল।
দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ‘পাঠান’র হাত ধরে কামব্যাক করেছেন শাহরুখ। বক্স অফিসে ঝড় তুলে প্রায় ১১০০ কোটি টাকা আয় করেছে সেই ছবি। সেই সঙ্গেই শাহরুখ প্রমাণ করে দিয়েছেন, সাউথকে টেক্কা দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। এবার মনে হচ্ছে, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র হাত ধরে ফের ইতিহাসের পুনরাবৃত্তি করবেন শাহরুখ।
গত কয়েক মাস ধরেই ‘জওয়ান’র ডিজিটাল রাইটস (Digital Rights) নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা চলছে। মোটা টাকায় বিক্রি হয়েছে সেই ছবির ডিজিটাল স্বত্ব। তবে এবার সেই ছবিকে পিছনে ফেলে দিল রাজকুমার-শাহরুখ জুটির ‘ডানকি’। রিলিজের আগেই বিশাল টাকায় বিক্রি হল এই ছবির ডিজিটাল রাইটস।
বলিউড হাঙ্গামায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ১৫৫ কোটিরও বেশি টাকায় ‘ডানকি’র ডিজিটাল রাইটস কিনেছে জিও সিনেমা। সেই সঙ্গেই একটি বিরাট রেকর্ডও গড়ে ফেলেছে শাহরুখের এই আসন্ন ছবি। সূত্র মারফৎ খবর, ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাত্র ভাষায় মুক্তি পেতে চলা সর্বোচ্চ দামে বিক্রি হওয়া (ডিজিটাল রাইটস) ছবির শিরোপা আদায় করে নিয়েছে এই সিনেমা।
‘ডানকি’র হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ এবং রাজকুমার। তাঁদের সিনেমা আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। আর সেই জন্যই একটি মাত্র ভাষায় রিলিজ করলেও এই ছবির জন্য মোটা টাকা খরচ করে জিও সিনেমা। এমনকি ‘জওয়ান’র হিন্দি ভার্সনের থেকেও বেশি দামে বিক্রি হয়েছে ‘ডানকি’।
কেউ কেউ ‘ডানকি’র ডিজিটাল রাইটসের দাম শুনে অবাক হলেও অনেকেই বলছেন এমনটা হওয়ারই ছিল। ‘পাঠান’র সাফল্যের পর ‘জওয়ান’ এবং ‘ডানকি’র ডিজিটাল সত্ত্বের দাম বাড়ার বিষয়টা ভীষণ স্বাভাবিক বলেই মত তাঁদের। এবার দেখা যাক, এই দুই ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করে।