• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপিকা-আলিয়া সবাই ফেল! এই ৬ দক্ষিণী নায়িকার সম্পত্তির পরিমাণ শুনলে ভিরমি খাবে আমজনতা

Updated on:

5 popular south Indian actress net worth

দক্ষিণ ভারতীয় সিনেমা এবং সেই ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের (South Indian Actress) জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। রশ্মিকা মান্দানা, পূজা হেগড়েরা এখন বলিউডেরও পরিচিত মুখ। সাউথ-বলিউড দুই ইন্ডাস্ট্রিতে কাজ করে দু’হাতে টাকা (Money) কামাচ্ছেন তাঁরা। যত সময় যাচ্ছে ততই বেড়ে চলেছে দক্ষিণী সুন্দরীদের সম্পত্তির পরিমাণ (Net Worth)। এই মুহূর্তে সম্পত্তির নিরিখে তাঁরা বলিউড অভিনেত্রীদেরও টেক্কা দেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক ৬ জনপ্রিয় সাউথ নায়িকার সম্পত্তির হিসেব, যা দেখলে মুখ লুকোতে পারেন দীপিকা-আলিয়ারা।

রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)- ‘পুষ্পা’ ছবিতে শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। যদিও তার অনেক আগে থেকেই ‘ন্যাশানাল ক্রাশ’ হয়ে গিয়েছিলেন তিনি। এই মুহূর্তে এই দক্ষিণী সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ ২৮ কোটি টাকা।

Rashmika Mandanna, Rashmika Mandanna net worth

পূজা হেগড়ে (Pooja Hegde)- ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে বলিউড সুপারস্টার সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন দক্ষিণী নায়িকা পূজা হেগড়ে। যদিও শুধু সলমন নন, বলিউডেও আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এই মুহূর্তে পূজা ৫০ কোটি টাকার সম্পত্তির মালকিন।

Pooja Hegde, Pooja Hegde net worth

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থাও বিপুল সম্পত্তির অধিকারিণী। ‘ও আন্থাভা গার্ল’ নামে খ্যাত এই অভিনেত্রী ইতিমধ্যেই হলিউডে কাজ করে ফেলেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সামান্থার মত সম্পত্তির পরিমাণ হল ৮৯ কোটি টাকা।

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu net worth

অনুষ্কা শেট্টি (Anushka Shetty)- ব্লকবাস্টার ‘বাহুবলী’ ছবিতে দেবসেনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শেট্টি। একসময় চুটিয়ে তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করলেও এখন অবশ্য ছবির সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছেন তিনি। ৪১ বছর বয়সী এই দক্ষিণী নায়িকা এই মুহূর্তে ১০০ কোটির সম্পত্তির মালকিন।

Anushka Shetty, Anushka Shetty net worth

তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)- দক্ষিণ ভারত এবং বলিউড, উভয় ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন তামান্না। গোটা দেশে অসংখ্য অনুরাগী রয়েছে এই সুন্দরী অভিনেত্রী। যদিও শুধুমাত্র অভিনয় নয়, নিজস্ব ব্যবসাও রয়েছে তামান্নার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তামান্না এই মুহূর্তে ১১০ কোটি টাকার সম্পত্তির মালকিন।

Tamannaah Bhatia, Tamannaah Bhatia net worth

নয়নতারা (Nayanthara)- দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নামে খ্যাত নয়নতারা শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। বলিউড সুপারস্টার শাহরুখ খানের আগামী সিনেমা ‘জওয়ান’এ নায়িকার চরিত্রে তাঁকেই দেখা যাবে।

Nayanthara, Nayanthara net worth

৩৮ বছর বয়সী নয়নতারা দীর্ঘ সময় ধরে সাউথে চুটিয়ে কাজ করছেন। শোনা যায়, এই মুহূর্তে প্রত্যেক ছবির জন্য ১০ কোটি টাকা করে পারিশ্রমিন নেন তিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬৫ কোটি টাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥