• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের খাতিরে ক্যামেরার সামনে পোশাক খুলে সর্বস্ব দেখিয়েছেন এই ৫ বাঙালি নায়িকা!

সিনে দুনিয়ার তারকাদের ক্ষেত্রে সাহসী দৃশ্যে (Bold Look) অভিনয় করাটা কোনও ব্যাপার নয়। অনেক সময় অভিনয়ের খাতিরে ক্যামেরার (Camera) সামনে পোশাক (Dress) খুলতে হয়েছে বহু অভিনেতা-অভিনেত্রীকে। বলিউড তো বটেই, টলিউডের (Tollywood) বহু সেলেবও এই সাহসী পদক্ষেপ নিয়েছেন। নিখুঁত অভিনয়ের জন্য ক্যামেরার সামনে বোল্ড অবতারে হাজির হওয়া এমনই ৫ টলি অভিনেত্রীর (Tollywood actress) নাম তুলে ধরা হল আজকের প্রতিবেদনে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক কার কার নাম রয়েছে সেই তালিকায়।

পাওলি দাম (Paoli Dam)- টলিউড তো বটেই, বলিউডেও অত্যন্ত পরিচিত মুখ হলেন পাওলি। অভিনয়ের খাতিরে ক্যামেরার সামনে নগ্ন হতে দ্বিধা বোধ করেননি পাওলি। বহুবার বিকিনি পরে সাহসী লুকে তাঁকে দেখেছেন দর্শকরা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেও তাঁর বহু সাহসী ছবি দেখতে পাওয়া যায়।

   

Paoli Dam, Tollywood actress who opened dress in front of camera

ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)- বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিকিনি পরার চল মূলত ঋতুপর্ণার হাত ধরেই শুরু হয়েছিল। ‘তৃষ্ণা’ ছবিতে ঋতুপর্ণার সাহসী লুক দেখে সেই সময় অনেকে অবাক হয়ে গিয়েছিলেন। এরপর টলিউডের বহু ছবিতে বিকিনি পরে দেখা গিয়েছে নায়িকাদের।

Rituparna Sengupta, Tollywood actress who opened dress in front of camera

স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)- টলি সুন্দরী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। ইন্ডাস্ট্রির গসিপ থেকে শুরু করে রাজনীতি- কোনও বিষয়েই নিজের মতামত জানাতে পিছপা হন না তিনি। সেই স্বস্তিকাকে মৈনাক ভৌমিকের ‘আমি ও আমার গার্লফ্রেন্ডস’ সিনেমায় প্রথমবার বিকিনি পরে দেখা গিয়েছিল।

Swastika Mukherjee, Tollywood actress who opened dress in front of camera

রূপা গাঙ্গুলী (Roopa Ganguly)- অভিনয়ের খাতিরে কখনও রূপা দ্রৌপদী হয়েছেন, কখনও আবার সাহসী লুকেও ধরা দিয়েছেন। ‘শূন্য’, ‘মহুলবনীর সেরেং’, ‘অন্তরমহল’ সহ একাধিক বাংলা সিনেমায় ‘মেয়েবেলা’র বীথি মাসি তথা অভিনেত্রী রূপাকে সাহসী লুকে দেখেছেন দর্শকরা।

Roopa Ganguly, Tollywood actress who opened dress in front of camera

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)- ৫০ পেরিয়েও গ্ল্যামারের নিরিখে শ্রীলেখা অষ্টাদশীদের টেক্কা দেন। বহু বাংলা সিনেমায় শ্রীলেখাকে সাহসী লুকে দেখেছেন দর্শকরা।

Sreelekha Mitra, Tollywood actress who opened dress in front of camera

‘আশ্চর্য প্রদীপ’, ‘কাঁটাতার’, ‘হ্যালো কলকাতা’, ‘উড়ো চিঠি’র মতো একাধিক ছবিতে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে সাহসী লুকে ক্যামেরার সামনে আসতে কখনও দ্বিধা বোধ করেননি তিনি।

site