বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) এমন অনেক নায়িকা (Actress) রয়েছেন যারা খুব কম বয়সে কেরিয়ার শুরু করেছেন। কেউ ১৮ বছর হওয়ার আগেই অভিনেত্রী হিসেবে কাজ শুরু করে দিয়েছিলেন, কেউ আবার শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু করেছিলেন। সেই কারণে কোথাও গিয়ে তাঁদের পড়াশোনাও ব্যাহত হয়েছিল। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক জনপ্রিয় টলি সুন্দরীদের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)। কে কতদূর পড়াশোনা করেছেন, কে সবচেয়ে শিক্ষিত জেনে নেওয়া যাক সেই তথ্য।
রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)- একসময় বাংলা এবং ওড়িয়া ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা রচনা এখন ছোটপর্দায় জনপ্রিয় মুখ। ‘দিদি নম্বর ১’র হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। পাশাপাশি শাড়ি এবং স্কিন কেয়ার প্রোডাক্টের ব্যবসাও সামলাচ্ছেন। রচনার পড়াশোনার বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও শোনা যায় তিনি স্নাতক পাশ।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)- খুব কম বয়সেই টলিউডে পা রেখেছিলেন শুভশ্রী। শোনা যায়, অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন তিনি। নায়িকা হতে গিয়ে মাঝপথে নিজের পড়াশোনা ছাড়েননি শুভশ্রী। ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকে ভর্তি হয়েছিলেন এই টলি সুন্দরী। রচনার মতো শুভশ্রীও স্নাতক পাশ।
ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)- নব্বইয়ের দশকে টলিপাড়ায় রাজত্ব করা ঋতুপর্ণাও শিক্ষাগত যোগ্যতা নিরিখে পিছিয়ে নেই। শোনা যায়, তিনিও ভীষণ মেধাবী ছাত্রী ছিলেন। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়েছেন ঋতুপর্ণা।
নুসরত জাহান (Nusrat Jahan)- খুব কম বয়সে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু হয়েছিল নুসরতের। কিন্তু তাই বলে পড়াশোনা ছেড়ে দেননি তিনি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গিয়েছেন নুসরত। শোনা যায়, ভবানীপুর কলেজ থেকে বিকম পাশ করেছেন এই টলি সুন্দরী।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)- টলিপাড়ার এই জনপ্রিয় নায়িকা শিশু শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। শোনা যায়, শ্রাবন্তী স্কুল পাশ করার আগেই অভিনয় দুনিয়ায় ডেবিউ করে ফেলেছিলেন। এরপর তিনি নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছেন কিনা তা জানা যায় না। শ্রাবন্তীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিশেষ কোনও তথ্য পাওয়া যায় না।
কোয়েল মল্লিক (Koel Mallick)– অনেক সিনেপ্রেমী দর্শকের মতে, কোয়েল হলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘নায়িকা নম্বর ১’। একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। সুপারস্টার জিৎ এবং দেবের সঙ্গে তাঁর জুটি দর্শকদের দারুণ পছন্দের।
টলিউডের উচ্চশিক্ষিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কোয়েল। শোনা যায়, পড়াশোনা শেষ করার পরেই মেয়েকে অভিনয়ে দুনিয়ায় আসার অনুমতি দিয়েছিলেন রঞ্জিত মল্লিক। গোখলে মেমোরিয়াল কলেজ থেকে কোয়েল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন।