• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় ছাড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়! ৪৮ বছরে এসে নতুন পেশা বেছে নিলেন ‘দিদি নম্বর ১’

Published on:

Rachana Banerjee,Didi No 1,Acting,Movie,Tollywood,Actress,Tollywood actress,Entertainment,রচনা বন্দ্যোপাধ্যায়,দিদি নম্বর ১,সিনেমা,অভিনয়,টলিউড,অভিনেত্রী,টলিউড অভিনেত্রী,বিনোদন,Rachana Banerjee on acting in movies,সিনেমা করা প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়

বাংলা টেলি দুনিয়ার ‘দিদি’ বলতে দর্শকরা একজন মানুষকেই চেনেন, তিনি হলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। জি বাংলার ‘দিদি নম্বর ১’ (Didi No 1) সঞ্চালনা করে আট থেকে আশি তিনি সবার ‘দিদি’ হয়ে গিয়েছেন। একসময় নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে টলিউড (Tollywood) এবং ওড়িয়া ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন। বলিউডেও কাজ করেছেন রচনা। তবে প্রায় এক দশক হয়ে গিয়েছে কোনও ছবিতে (Movie) দেখা যায়নি তাঁকে।

‘দিদি নম্বর ১’ সঞ্চালনা এবং নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন রচনা। অভিনেত্রী যে শাড়ির ব্যবসা করেন তা অনেকেরই জানা। ‘রচনা’জ ক্রিয়েশনস’র মালকিন তিনি। তবে সম্প্রতি নিজের ব্যবসা আরও বাড়িয়েছেন তিনি। নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড বাজারে লঞ্চ করেছেন অভিনেত্রী। নাম রেখেছেন, ‘রচনা’জ কেয়ার’।

Didi No 1 anchor Rachana Banerjee launched her own beauty brand Rachana’s care

নিজস্ব প্রসাধনী ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে রচনা বলেন, নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত- সব শ্রেণির মানুষের জন্য প্রোডাক্ট রয়েছে। এখন আপাতত মাঝারি মাপের প্রোডাক্ট আনা হচ্ছে। কিন্তু এরপর চাহিদা অনুযায়ী বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

ব্যবসার কাজে রচনা এতটাই ব্যস্ত হয়ে গিয়েছেন যে ছেলে প্রণীলের দিকেও তেমন নজর দিতে পারছেন না। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ছোট থেকেই প্রণীল এভাবে বড় হয়েছে। কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য ছেলেকে কোনোদিনই সেভাবে সময় দিতে পারেননি তিনি। আগে মায়ের প্রতি অভিযোগ করতো ছোট্ট প্রণীল। তবে এখন বড় হয়ে যাওয়ায় আর ততটা করে না।

Rachana Banerjee, Rachana Banerjee on acting in movies

বড়পর্দার হাত ধরে কেরিয়ার শুরু করলেও দীর্ঘ সময় হয়ে গেল কোনও সিনেমায় দেখা যায়নি রচনাকে। প্রায়ই অভিনেত্রীর মনে একটা প্রশ্ন জাগে, কবে সিনেমায় দেখা যাবে তাঁকে? সাক্ষাৎকারে সেই বিষয়েও মুখ খোলেন তিনি।

প্রায় এক দশক হতে চলল রচনাকে কোনও সিনেমায় দেখা যায়নি। তাহলে কি আর কোনোদিনই বড়পর্দায় দেখা যাবে না অভিনেত্রীকে? জবাবে রচনা স্পষ্ট বলেন, তিনি সিনেমা করবেন কিনা সেটা এখনই বলতে পারছেন না। কারণ এই মুহূর্তে ‘দিদি নম্বর ১’ এবং ব্যবসা নিয়ে প্রচণ্ড ব্যস্ত রয়েছেন তিনি। তাই সুদূর ভবিষ্যতে রচনাকে বড়পর্দায় দেখা যাবে কিনা তা তো সময়ই বলবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥