Karan Johar slammed for disrespecting Rabindranath Tagore in Rocky Aur Rani Ki Prem Kahani trailer: বলিউডের (Bollywood) জনপ্রিয় পরিচালকদের মধ্যে একজন হলেন করণ জোহর (Karan Johar)। একাধিক সুপারহিট হিন্দি সিনেমা পরিচালনা করেছেন তিনি। যদিও গত বেশ কয়েক বছর পরিচালক হিসেবে দেখা মেলেনি তাঁর। দীর্ঘ অপেক্ষার পর ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র (Rocky Aur Rani Ki Prem Kahani) হাত ধরে আবার কামব্যাক করছেন ‘পরিচালক’ করণ জোহর।
‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলভিদা না কেহনা’ সহ বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবির পরিচালনা করেছেন করণ। যদিও গত কয়েক বছর স্রেফ প্রযোজক হিসেবেই দেখা মিলেছে তাঁর। অনেকদিন ধরে ‘পরিচালক’ করণের সিনেমা দেখার জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে তাঁদের সেই অপেক্ষা শেষ হতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র ট্রেলার (Rocky Aur Rani Ki Prem Kahani Trailer)।
করণ পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং রণবীর সিং। এছাড়াও নানান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি এবং বাংলার দুই তারকা, টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গাঙ্গুলীকে। আলিয়ার মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন টোটা এবং চূর্ণী। ট্রেলারেও দেখা মিলেছে তাঁদের।
টিপিক্যাল করণ জোহর স্টাইলের সিনেমা হতে চলেছে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’। দর্শকদের একাংশের দারুণ ভালোলেগেছে ছবি ট্রেলার। তবে আরেকাংশ আবার করণের বিরুদ্ধে বেশ চটে গিয়েছেন। পরিচালকের বিরুদ্ধে ‘কবিগুরু’ রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) অপমান (Disrespect) করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে।
‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। ট্রেলারের একটি দৃশ্যে দেখা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে রণবীর ভাবেন তিনি হয়তো আলিয়ার ঠাকুরদা। ছবিতে কমিক টাচ আনার জন্যই এই দৃশ্য রেখেছেন করণ। তবে দর্শকদের একাংশের একেবারেই সেটা ভালোলাগেনি। নেটপাড়ায় অনেকেই পরিচালককে একহাত নিয়েছেন।
একজন নেটাগরিক করণকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এই মানুষটার অপমান একেবারেই সহ্য করা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মজা করার সাহস কে দিয়েছে?’ দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘বাঙালিদের নিয়ে বলা একাধিক বিরক্তিকর জোকসে ভর্তি ছবির ট্রেলার। ২০০০ সালেই আটকে রয়েছেন করণ জোহর। এই ছবি নিশ্চিতভাবে ফ্লপ হতে চলেছে’।