২০০০ সালে ‘কহোনা প্যায়ার হ্যায়’ (Kaho Naa Pyaar Hair) ছবির মাধ্যমে বলিউডে (Bollywood) পথচলা শুরু করেছিলেন আমিশা পটেল (Ameesha Patel)। প্রথম ছবিতে তাঁর নায়ক ছিল ঋত্বিক রোশন। ডেবিউ সিনেমাতেই তুখোড় অভিনয় করে সকলের নজর কেড়ে নেন অভিনেত্রী। আস্তে আস্তে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে শুরু করেন তিনি। এরপর ‘গদর’র (Gadar Ek Prem Katha) হাত ধরে কার্যত ঘুরে যায় আমিশার ভাগ্য।
‘কহোনা প্যায়ার হ্যায়’ ব্লকবাস্টার হওয়ার পর ‘বদ্রি’ নামের একটি সাউথের ছবিতে অভিনয় করেছিলেন আমিশা। এরপর সানি দেওলের বিপরীতে ‘গদরঃ এক প্রেম কথায়’ কাজের সুযোগ পান তিনি। পরপর হিট ছবি দেওয়ার পরেও বলিউড থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করেন অভিনেত্রী। আমিশার কেরিয়ারের এই পরিণতির জন্য দায়ী ছিল তাঁর ব্যক্তিগত জীবন (Love Life)। পরিচালক বিক্রম ভাটের (Vikram Bhatt) সঙ্গে সম্পর্কে জড়িয়েই নিজের দুর্দশাকে আমন্ত্রণ জানান তিনি।
আসলে বিক্রম বিবাহিত ছিলেন। সেকথা জানা সত্ত্বেও পরিচালকের সঙ্গে সম্পর্কে (Love Affair) জড়িয়েছিলেন আমিশা। অভিনেত্রীর মা-বাবা তাঁর এই সম্পর্কের ঘোরতর বিরোধী ছিলেন। তবে বিক্রমের প্রেমে আমিশা এতটাই মগ্ন ছিলেন যে মা-বাবার অমতে গিয়ে তাঁর সঙ্গে একত্রবাস করতে শুরু করেন। শুধু তাই নয়, নিজের পরিবারের বিরুদ্ধে আর্থিক তছরূপের মতো অভিযোগও আনেন ‘গদর’ নায়িকা।
তবে এখানেই শেষ না। যে মানুষকে ভালোবেসে নিজের পরিবারকে ছেড়েছিলেন আমিশা। পরবর্তীকালে সেই প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের এই বিতর্কগুলিই আস্তে আস্ত আমিশার কেরিয়ারকে ব্যাকফুটে ঠেলে দিতে শুরু করে। ৫ বছরের মধ্যে বিক্রম-আমিশার সম্পর্ক ভেঙে যায়। সেই সময় অভিনেত্রীর হাতে কাজের সংখ্যাও কমতে শুরু করেছিল।
বিক্রমের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আজও অবিবাহিতই রয়েছেন আমিশা। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনে মাত্র দুটো সম্পর্ক ছিল। সেই দুটো সম্পর্কই আমার কেরিয়ারের ক্ষতি করেছে। গত ১২-১৩ বছর ধরে আমার জীবন পুরুষবর্জিত। আমি এই মুহূর্তে শান্তি ছাড়া আর কিছু চাই না’।
আমিশা সেই সঙ্গে এও জানান, বলিউড ইন্ডাস্ট্রিতে যদি বড় তারকা কিংবা সুপারস্টারের সঙ্গে সম্পর্কে জড়ানো যায়, তাহলে একমাত্র সুবিধা পাওয়া যায়। তাছাড়া কোনও সুবিধা পাওয়া যায় না বলেই মত তাঁর। প্রসঙ্গত, বেশ কিছু সময় বড়পর্দা থেকে দূরে থাকার পর শীঘ্রই ‘গদর ২’র হাত ধরে কামব্যাক করছেন আমিশা। আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।