বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মধ্যে একজন হলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। ভারতের তো বটেই, গোটা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিত্বদের একজন হলেন তিনি। স্বাভাবিকভাবেই মুকেশ, তাঁর স্ত্রী নীতা (Nita Ambani) সহ গোটা পরিবারের কাছে বিশ্বের একাধিক দামি দামি জিনিসও রয়েছে। বিশেষত রিল্যায়েন্স কর্তার স্ত্রী নীতার বিলাসবহুল লাইফস্টাইল (Lifestyle) দেখতে চোখ ধাঁধিয়ে যেতে পারে যে কারোর। তাঁর কাছে এমন ৫টি জিনিস রয়েছে যা বিশ্বের সবচেয়ে দামি (Most Expensive Things)। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা।
অডি এ৯ ক্যামেলিয়ন গাড়ি (Audi A9 Chameleon Car)- অম্বানি পরিবার যে গাড়ির বিষয়ে অত্যন্ত শৌখিন তা কারোর অজানা নয়। তাঁদের বাড়ির গ্যারেজে সাজানো রয়েছে অত্যন্ত উন্নত প্রযুক্তির অডি এ৯ ক্যামেলিয়ন গাড়ি, যা গোটা বিশ্বে হাতেগোনা কয়েকজনের কাছেই রয়েছে। এই গাড়ির বিশেষত্ব হল এটি মুহূর্তে মুহূর্তে রঙ বদলায়। এই গাড়ির দাম কত জানেন? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বিলাসবহুল গাড়ির মূল্য প্রায় ৯০ কোটি টাকা।
গয়নার কালেকশন (Jewellery Collection)- মুকেশ-পত্নী নীতার কাছে হীরে-জহরত দিয়ে তৈরি একাহিক দামি দামি গয়না রয়েছে। হীরে বসানো চোকার থেকে শুরু করে ঐতিহ্যবাহী নানান গয়না রয়েছে তাঁর কাছে। এছাড়াও চুনী, পান্না দিয়ে তৈরিও নানান গয়না রয়েছে তাঁর কাছে। নীতার গয়নার কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যেতে পারে যে কারোর।
ডিজাইনার শাড়ির কালেকশন (Designer Saree Collection)- শুধু দামি গয়না নয়, নীতার কাছে একাধিক ডিজাইনার শাড়িও রয়েছে। তাঁর শাড়ি নিয়ে ফ্যাশান ইন্ডাস্ট্রিতে ব্যাপক চর্চা হয়। মুকেশ-পত্নীর আলমারিতে সাজানো রয়েছে একাধিক জমকালো শাড়ি। জানা যায়, তাঁর প্রত্যেকটি শাড়ির মূল্য শুরুই হয় ৪০-৫০ লাখ টাকা থেকে। মাঝেমধ্যে সেই দাম কোটির অঙ্কও ছাড়িয়ে যায়। নীতার বেশ কিছু শাড়িতে আবার হীরে, চুনি, পান্নাও বসানো থাকে।
লিপস্টিক (Nita Ambani’s Lipstick)- নীতা অম্বানি সব সময় সাজগোজ করে টিপটপ থাকতে ভালোবাসেন। কিন্তু তাই বলে যেমন তেমন মেক আপ ব্র্যান্ড পছন্দ নয় তাঁর। বিশেষত লিপস্টিক নিয়ে প্রচণ্ড খুঁতখুঁতে তিনি। তাঁর কাছে লিপস্টিকের বিরল সংগ্রহ রয়েছে। শোনা যায়, তাঁর এক একটি লিপস্টিকের মূল্য শুরু হয় লাখ টাকা থেকে। এছাড়া সোনা-রূপোর প্যাকেজিংয়ে তৈরি নীতা এমন একটি লিপস্টিক ব্যবহার করেন যেটির সাম প্রায় ৪০ লক্ষ টাকা।
চায়ের কাপের সেট (Nita Ambani’s Tea Cup)- মুকেশ-পত্নী নীতা চা খেতে প্রচণ্ড ভালোবাসেন। তবে শুধু চা নয়, চায়ের কাপ নিয়ে প্রচণ্ড ফ্যাশিনেশন রয়েছে তাঁর। নীতা যে কাপে চা পান করেন সেটির মূল্য শুনলে ভিরমি খাবে আমজনতা।
জাপানের প্রাচীনতম ক্রোকারিজ ব্র্যান্ড নরিটা থেকে একটি চায়ের সেট আনিয়েছেন নীতা। সেটির দাম প্রায় দেড় কোটি টাকা। নীতার কাছে থাকা বহুমূল্য সামগ্রীগুলির মধ্যে একটি হল এটি। দেড় কোটির এই চায়ের কাপের সেটেই রোজ চা পান করেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন।