দেখতে দেখতে এক মাস হতে চলল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘মেয়েবেলা’ (Meyebela) শেষ হয়েছে। খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছিল মৌ, ডোডো, গুঞ্জা, বীথিরা। মেয়েদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি হওয়া ভিন্ন স্বাদের এই ধারবাহিক (Bengali Serial) দর্শকদের বেশ ভালোলাগছিল। কিন্তু তা সত্ত্বেও ‘মেয়েবেলা’ বেশিদিন চলেনি।
চলতি বছর জানুয়ারি মাসে সম্প্রচার শুরু হয়েছিল ‘মেয়েবেলা’। গত জুন মাসে অন্তিম পর্ব সম্প্রচারিত হয়েছে। সিরিয়াল শেষের পর দর্শকরা মৌ, ডোডো সহ সম্পূর্ণ মিত্র পরিবারকে প্রচণ্ড মিস করছে। অকালেই এই ধারাবাহিকের পথচলা থেমে যাওয়াটা এখনও অনেকে মেনে নিতে পারেননি। তবে এবার ‘মেয়েবেলা’ অনুরাগীদের জন্যই এল একটি বিরাট খবর।
‘মেয়েবেলা’ এমন একটি সিরিয়াল যেখানে নায়ক-নায়িকার পাশাপাশি পার্শ্বচরিত্রে অভিনয় করা কলাকুশলীরাও দর্শকদের তরফ থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছেন। এমনই একটি চরিত্র হল ‘গুঞ্জা’। সিরিয়ালের নায়ক ডোডোর জেঠতুতো দিদি ছিল গুঞ্জা (Gunja)। এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মিমি দত্ত।
স্বামীর হাতে অত্যাচারিত গুঞ্জার চরিত্রে মিমির তুখোড় অভিনয় দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছিল। এবার সেই মিমিই একেবারে নতুন রূপে পর্দায় ফিরছেন। ‘মেয়েবেলা’ শেষ হতে না হতেই স্টার জলসার এক জনপ্রিয় সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন তিনি।
‘মেয়েবেলা’য় শান্ত-নম্র গুঞ্জার চরিত্রে অভিনয় করা মিমিকে এবার ‘পঞ্চমী’ (Panchami) সিরিয়ালে দেখা যাবে। স্টার জলসার এই ধারাবাহিকে আদৃজার দিদির চরিত্রে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, ‘পঞ্চমী’তে মিমির চরিত্রে কমেডিয়ান শেডও দেখা যাবে।
সব মিলিয়ে, ‘পঞ্চমী’তে একেবারে নতুন রকমভাবে মিমিকে দেখতে চলেছেন দর্শকরা। স্বাভাবিকভাবেই ‘মেয়েবেলা’র পর গুঞ্জার নতুন সিরিয়ালের খবর পেয়ে দর্শকরাও বেশ খুশি হয়েছেন। প্রসঙ্গত, বাংলা টেলি ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ হলেন মিমি। ‘মেয়েবেলা’র আগে একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘পিলু’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।