Deepika Padukone Ranveer Singh Ram Charan and Trisha Krishan come together for a new project: বিরাট বিপাকে পড়েছেন বলি (Bollywood) সুন্দরী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সেই বিপাক এত বড় আকার নিয়েছে যে তা থানা অবধি গড়িয়েছে। রাতভর গায়েব তাঁর স্বামী। অনেক চেষ্টা করে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী। তবে পুলিশ আধিকারিকদের চোখ-মুখের অভিব্যক্তিতে মামলার রহস্য আরও জোরালো হচ্ছে।
দীপিকা হন্যে হয়ে স্বামীর খোঁজ করে বেরালেও রণবীর সিংকে (Ranveer Singh) আবার সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা গেল। কোনও এক ‘গোপন মিশন’এ ব্যস্ত রয়েছেন অভিনেতা। দীপিকার স্বামী ঠিক কাকে ধাওয়া করে বেরাচ্ছেন তা স্পষ্ট নয়। তবে রণবীরের কাছে সেই ‘গোপন মিশন’ যে ভীষণ গুরুত্বপূর্ণ তা বেশ বোঝা যাচ্ছে।
দীপিকা-রণবীরের এই নিখোঁজ রহস্যের মাঝেই আবার দেখা গেল চেল্লম স্যারকে। সিং দম্পতির এই জটিল পরিস্থিতিতে তিনিই কি কোনও সমাধান খুঁজে দেবেন? অবশ্য শুধু চেল্লম স্যার (Chellam Sir) একা নন, দেখা গিয়েছে দক্ষিণের দুই নামী তারকা রাম চরণ (Ram Charan) এবং তৃষা কৃষ্ণণকেও (Trisha Krishnan)।
দেখা যাচ্ছে, ইয়ারপিসের মাধ্যমে রাম চরণকে একের পর এক নির্দেশ দিচ্ছেন চেল্লম স্যার। আর সেগুলি পালন করে চলেছেন অভিনেতা। তবে তিনিও কাকে ধাওয়া করছেন সেটা স্পষ্ট নন। এসবের মাঝে আবার থানায় মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৃষাকে।
এই জটিল পরিস্থিতিতে থানায় দাঁড়িয়ে তৃষা কী করছেন, কাউকে খুঁজছেন কিনা তাও স্পষ্ট নয়। তাহলে কি সবটাই এখন ‘সিক্রেট’? সম্প্রতি সমাজমাধ্যমে রহস্যে মোড়া এই টিজার ভিডিও শেয়ার করেছেন রণবীর। আর তা শেয়ার করা মাত্রই নেটিজেনদের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে শুরু করে দিয়েছে।
View this post on Instagram
তাহলে কি নতুন কোনও সিনেমা বা সিরিজের জন্য হাত মেলালেন রণবীর, দীপিকা, রাম চরণ, তৃষা এবং চেল্লম স্যার? নাকি কোনও বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাঁদের? কেউ বলছেন, কোনও স্পাই ইউনিভার্স হয়তো তৈরি হচ্ছে, সেটারই আগাম ঝলক এটি। কারোর আবার মত, হতে পারে আলাদা আলাদা প্রোজেক্টের একটি মিলিত টিজার এটি। ব্যাপারটা ঠিক কী, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই দর্শকদের কাছে।