সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’ (Bigg Boss) এমন একটি শো যা বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে। বিতর্কিত কনটেন্ট, মন্তব্যের সৌজন্যে একাধিকবার কটাক্ষেরও শিকার হয়েছে। সম্প্রতি যেমন ‘বিগ বস ওটিটি ২’র ঘরে আকাঙ্ক্ষা পুরী (Akanksha Puri) এবং জাদ হাদিদের (Jad Hadid) ৩০ সেকেন্ড ধরে করা চুম্বন (Kiss) নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। বিষয়টি নিয়ে প্রচণ্ড রেগে গিয়েছেন সলমনও। তবে এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও বহু জুটি ‘বিগ বস’র ঘরে শালীনতার (Intimate) সীমা অতিক্রম করেছে। যা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল সেই সময়।
রাহুল মহাজন এবং পায়েল রোহতগি (Rahul Mahajan and Payal Rohatgi)– ‘বিগ বস’এ এন্ট্রি নেওয়ার আগে থেকে বন্ধু ছিলেন রাহুল এবং পায়েল। তবে ‘বিগ বস’র ঘরে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক অন্য দিকে মোড় নেয়। একবার সুইমিং পুলে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় তাঁদের দেখা গিয়েছিল। যা নিয়ে সেই সময় প্রবল বিতর্কও হয়েছিল।
সানা খান এবং রাজীব পাল (Sana Khan and Rajeev Paul)- প্রাক্তন স্ত্রী দেলনাজ পালের সঙ্গে ‘বিগ বস’ হাউসে এন্ট্রি নিয়েছিলেন রাজীব। অপরদিকে একাই সলমনের শোয়ে অংশগ্রহণ করেছিলেন সানা। রাজীব এবং সানা যে ঘনিষ্ঠ হয়ে উঠতে পারেন তা কেউ কখনও কল্পনাও করেনি। তবে তেমনটাই হয়েছিল। ‘বিগ বস’র ঘরে প্রায়ই শারীরিকভাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যেত তাঁদের। একাধিকবার চুম্বনও করেছিলেন তাঁরা।
পুনীশ শর্মা এবং বন্দগি কালরা (Puneesh Sharma and Bandgi Kalra)- সলমনের শোয়ে খেলতে এসে প্রথম আলাপ হয়েছিল পুনীশ এবং বন্দগির। অল্প সময়ের মধ্যেই সেই পরিচয় ভালোলাগায় পরিণত হয়। এরপর প্রায়শয়ই বিছানায়, বাথরুমে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যেত তাঁদের। এই নিয়ে বেশ কয়েকবার সলমনও সবার সামনে তাঁদের মুখ করেছিলেন।
বীণা মালিক এবং অস্মিত পটেল (Veena Malik and Ashmit Patel)- অভিনেত্রী আমিশা পটেলের ভাই অস্মিতও সলমনের শোয়ে অংশগ্রহণ করেছিলেন। সেখানেই পাকিস্তানি তারকা বীণার সঙ্গে আলাপ হয় তাঁর। খুব কম সময়ের মধ্যেই ঘনিষ্ঠতা বেড়েছিল দু’জনের। একাধিকবার চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিল তাঁদের। শুধু তাই নয়, ‘বিগ বস’র ঘরে বীণা এবং অস্মিত যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন বলেও শোনা যায়।
জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরী (Jad Hadid and Akanksha Puri)- ‘বিগ বস ওটিটি ২’তে প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে জাদ এবং আকাঙ্ক্ষা। কয়েকদিনের মধ্যেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।
সম্প্রতি একটি টাস্কে জাদ এবং আকাঙ্ক্ষাকে ৩০ সেকেন্ড ধরে চুম্বন করতেও দেখা যায়। যা দেখে সলমন বেশ চটে যান। সকলের সামনে দু’জনকে বেশ কিছু কথাও শোনান ভাইজান।