• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রেখাকে ভালোবেসেই চিরকুমার? ৫০ বছর পর ফাঁস সলমনের বিয়ে না করার কারণ!

Published on:

When Bollywood actress Rekha revealed Salman Khan had a crush on her

Rekha Revealed Why Salman Khan is Still Unmarried: বলিউডের (Bollywood) এভারগ্রিন অভিনেত্রী রেখার (Rekha) প্রেমে হাবুডুবু খেয়েছেন বহু পুরুষ। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিনোদ মেহরা সেই তালিকায় নাম রয়েছে অনেকের। তবে খুব কম মানুষই জানেন, রেখাকে প্রচণ্ড ভালোবাসতেন বলিউড সুপারস্টার সলমন খানও (Salman Khan)। শুধু তাই নয়, বয়সে বড় এই নায়িকাকে বিয়ে অবধি করতে চাইতেন তিনি।

দেখতে দেখতে সলমনের ৫৭ বছর বয়স হয়ে গিয়েছে সলমনের। তবুও এখনও বি টাউনের মোস্ট এলিজেবল ব্যাচেলরদের তালিকায় গণ্য করা হয় তাঁকে। এখনও সলমন বহু মেয়ের ‘ক্রাশ’ (Crush)। পাশাপাশি অনেকে এটাও ভাবেন, কেরিয়ারে এত সফল হলেও, জীবনে এতবার প্রেম এলেও কেন বিয়ে করলেন না ভাইজান?

Salman Khan, Salman Khan wanted to marry Rekha

ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ- বি টাউনের একাধিক সুন্দরী নায়িকার সঙ্গে প্রেম করেছেন সলমন। তবে দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই ছাদনাতলা অবধি গড়ায়নি। তবে বলিউডের একজন নায়িকাকে নিজের বাড়ির বৌ করার স্বপ্ন দেখতেন ভাইজান। তিনি আর কেউ নন, বরং রেখা।

‘উমরাও জান’ অভিনেত্রীর সৌন্দর্য দেখে খুব ছোট বয়সেই মন হারিয়েছিলেন সলমন। তাঁকে এক ঝলক দেখেই মনে মনে ঠিক করে নিয়েছিলেন এই অভিনেত্রীকেই নিজের স্ত্রী বানাবেন তিনি। বেশ কয়েক বছর আগে রেখা নিজে একবার এই নিয়ে মুখ খুলেছিলেন।

Salman Khan and Rekha, Salman Khan had a crush on Rekha, Salman Khan wanted to marry Rekha

সম্প্রতি সলমন এবং রেখার একটি ভিডিও নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেখানে রেখাকে বলতে শোনা যায়, খুব ছোট বয়স থেকেই সলমনের তাঁর ওপর ‘ক্রাশ’ ছিল। শুধু তাই নয়, রেখা জানান, সেই সময় তিনি হাঁটতে বেরোতেন। সেই সময় ভাইজান তাঁর পিছুও নিতেন। সেই সময় অভিনেতার বয়স ছিলেন মেরেকেটে ৭ কি ৮ বছর!


রেখার কথায়, সলমন না বুঝতে পেরেই সেই বয়সে তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন। এরপর একদিন নিজের বাড়ি গিয়ে অভিনেতা নাকি এও জানিয়ে দিয়েছিলেন, তিনি বড় হয়ে রেখাকেই বিয়ে করতে চান। এই ভিডিও ভাইরাল হওয়ার পর একের পর এক কমেন্ট করতে শুরু করে দেন নেটিজেনরা। একজন লেখেন, ‘এখন জানতে পারলাম ভাইজান কেন বিয়ে করেননি!’ দ্বিতীয়জনের বক্তব্য, ‘দু’জনের ভালোবাসাই এক বাড়িতে থাকে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥