• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঁধ থেকে খুলে পড়ছে জ্যাকেট! ‘মিঠাই’ শেষ হতেই ভোলবদলে বোল্ড লুকে হাজির সৌমিতৃষা

Updated on:

Mithai actress Soumitrisha Kundu shares bold pictures in black three piece leather dress

‘মিঠাই’ (Mithai) সিরিয়াল শেষ হয়েছে প্রায় এক মাস হতে চললেও, বাংলার সিরিয়ালপ্রেমী মানুষ কিন্তু এখনও সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu) ‘মিঠাইরানী’ হিসেবেই মনে রেখেছেন। জি বাংলার এই সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। পৌঁছে গিয়েছিলেন বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে। শুধু তাই নয়, টিআরপির লড়াইয়েও একাধিক রেকর্ড গড়েছিল সৌমিতৃষার সিরিয়াল।

যেখানে বহু সিরিয়াল একবারও বেঙ্গল টপার হতে পারে না, সেখানে ‘মিঠাই’ ৫৬বার সেরার শিরোপা অর্জন করে দেখিয়েছে। টানা আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করেছে জি বাংলার এই মেগা। তবে যা শুরু হয়েছে তা তো একদিন শেষ হবেই। গত মাসে ইতি পড়ে মিঠাইরানীর পথচলায়। সিরিয়াল শেষের পরেই অবশ্য জানা যায়, টলিউডে (Tollywood) ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu as Mithai

‘মিঠাই’ ধারাবাহিকে শাড়ি পড়ে একেবারে বাঙালি গৃহবধূর লুকে দেখা যেত সৌমিতৃষাকে। সেই জন্য অনেকের মনেই অভিনেত্রীর ইমেজও এভাবেই তৈরি হয়ে গিয়েছিল। তবে বাস্তব জীবনে কিন্তু শুধু শাড়ি নয়, ওয়েস্টার্ন পোশাকও পরেন পর্দার মিঠাইরানী। সম্প্রতি এমনই একটি সাহসী পোশাক (Bold Look) পরে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

কয়েকদিন বৃষ্টির পর শনিবার বেশ চনমনে মেজাজে ছিল শহর কলকাতা। আচমকাই দুপুর বেলায় ফটোশ্যুটের ছবি শেয়ার করে যেন আগুন ধরিয়ে দেন সৌমিতৃষা। শাড়ি ছেড়ে ‘মিঠাই’ একেবারে ‘সেক্সি বেব’ অবতারে হাজির হন।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu bold, Soumitrisha Kundu in black leather dress

কালো লেদারের থ্রি পিসে দেখা মেলে সৌমিতৃষার। কালো রঙের শর্টস এবং একই রঙের টপ এবং জ্যাকেটে ক্যামেরার সামনে ধরা দেন অভিনেত্রী। লম্বা চুল টাইট করে খোঁপা বাঁধা। হাই হিল, ন্যুড লিপস্টিক এবং ঝোলানো কানের দুলে নিজের সাজ সম্পূর্ণ করেন অভিনেত্রী।


সৌমিতৃষা এই ছবি শেয়ার করা মাত্রই ঝড় ওঠে নেটপাড়ায়। একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। কেউ লেখেন, ‘হাই হিল আর অ্যাটিটিউড। দারুণ লাগছে, চোখ ফেরাতে পারছি না’। দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘কমেন্ট করতেও ভয় করছে। মনে হচ্ছে পুড়ে যাব!’ সব মিলিয়ে সৌমিতৃষার এই বোল্ড লুক নেটপাড়ায় একেবারে সুপারহিট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥